TRENDING:

East Bardhaman News: ক্লাস এইটেই কামাল আফরিনের! পরিবেশ বাঁচাতে অভিনব মডেল বানিয়ে নজর কাড়ল সবার

Last Updated:

মডেল তৈরি করে তাক লাগিয়ে দিল বর্ধমানের স্কুল পড়ুয়া

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: নিজের বানানো মডেলের মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা দিচ্ছে এই স্কুল পড়ুয়া। পূর্ব বর্ধমানের এই ছাত্রীর অভিনব ভাবনা হয়ত ভাল লাগবে আপনারও।বৃষ্টির জলকেও যে বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে সেই সংক্রান্ত একটা মডেল তৈরি করে তাক লাগিয়ে দিল বর্ধমানের স্কুল পড়ুয়া। বর্ধমানের অগ্রদ্বীপ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী আফরিন খাতুন। বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে বেশ কিছু পড়ুয়া নানা ধরনের মডেল তৈরি করেছিল। তারই মধ্যে থেকে নজরকাড়া আফরিনের তৈরি এই মডেল।
advertisement

খুবই সুন্দর ভাবে সে এই মডেল তৈরি করেছে। বিদ্যালয়ের শিক্ষকের স্বল্প সাহায্যও নিয়েছে মডেল তৈরির জন্য, তবে বেশিরভাগটাই সম্পূর্ণ তার নিজের চেষ্টা। কীভাবে বৃষ্টির জল সংরক্ষণ করে তা অন্যান্য কাজে ব্যবহার করা যায়, সেটা সে খুব সহজেই তার মডেলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে। আফরিন জানিয়েছে, জল মানব জীবনের একটি অপরিহার্য উপাদান। তবে, জল সংকট দিন দিন বাড়ছে এবং এই সংকট মোকাবিলায় বৃষ্টির জল সংরক্ষণ একটি কার্যকর ও পরিবেশবান্ধব সমাধান হতে পারে। এটি বিভিন্ন উপায়ে ব্যক্তি, সমাজ এবং পরিবেশের জন্য উপকারী।

advertisement

আরও পড়ুন: প্রধান শিক্ষক ছিলেন কবি কুমুদরঞ্জন মল্লিক, ছাত্র ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম! ঘুরে দেখুন এমন গর্বের এক স্কুল

বৃষ্টির জল সংরক্ষণ ভূগর্ভস্থ জলের উপর নির্ভরতা কমায়। এটি পানীয় জল, রান্না, গৃহস্থালির কাজ এবং শিল্প ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। বিশেষ করে খরাপ্রবণ এলাকায় এটি খুবই কার্যকর। বৃষ্টির জল সংরক্ষণ মাটির আর্দ্রতা বজায় রাখে এবং ভূগর্ভস্থ জলস্তর পুনর্ভরণে সহায়তা করে। এটি জলাশয় ও নদীর অতিরিক্ত শুকিয়ে যাওয়া রোধ করে এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। কৃষিকাজের ক্ষেত্রেও বৃষ্টির জল সংরক্ষণ করলে কৃষকেরা অতিরিক্ত সেচ সুবিধা পেতে পারেন, যা ফসল উৎপাদন বাড়াতে সাহায্য করবে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

খরার সময় কৃষকদের জন্য বিকল্প জল সরবরাহর এক অন্যতম উপায় হতে পারে এই পদ্ধতি। এছাড়াও বৃষ্টির জল সংরক্ষণের আরও অনেক সুবিধা রয়েছে। বৃষ্টির জল সংরক্ষণ করে তা কি কি কাজে লাগানো যায় সেই সম্পর্কে সকলকে একটা ধারণা দেওয়ার জন্যই আফরিন তৈরি করেছে এই রেন ওয়াটার হার্ভেস্টিং মডেল। অষ্টম শ্রেনীর ছাত্রীর এহেন প্রয়াস সত্যিই প্রশংসনীয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঐতিহাসিক নিদর্শন, টেরাকোটার নিদর্শনে ভরপুর দাসপুরের প্রাচীন মন্দিরগুলি, দেখলেই মন ভরবে
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: ক্লাস এইটেই কামাল আফরিনের! পরিবেশ বাঁচাতে অভিনব মডেল বানিয়ে নজর কাড়ল সবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল