খুবই সুন্দর ভাবে সে এই মডেল তৈরি করেছে। বিদ্যালয়ের শিক্ষকের স্বল্প সাহায্যও নিয়েছে মডেল তৈরির জন্য, তবে বেশিরভাগটাই সম্পূর্ণ তার নিজের চেষ্টা। কীভাবে বৃষ্টির জল সংরক্ষণ করে তা অন্যান্য কাজে ব্যবহার করা যায়, সেটা সে খুব সহজেই তার মডেলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে। আফরিন জানিয়েছে, জল মানব জীবনের একটি অপরিহার্য উপাদান। তবে, জল সংকট দিন দিন বাড়ছে এবং এই সংকট মোকাবিলায় বৃষ্টির জল সংরক্ষণ একটি কার্যকর ও পরিবেশবান্ধব সমাধান হতে পারে। এটি বিভিন্ন উপায়ে ব্যক্তি, সমাজ এবং পরিবেশের জন্য উপকারী।
advertisement
বৃষ্টির জল সংরক্ষণ ভূগর্ভস্থ জলের উপর নির্ভরতা কমায়। এটি পানীয় জল, রান্না, গৃহস্থালির কাজ এবং শিল্প ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। বিশেষ করে খরাপ্রবণ এলাকায় এটি খুবই কার্যকর। বৃষ্টির জল সংরক্ষণ মাটির আর্দ্রতা বজায় রাখে এবং ভূগর্ভস্থ জলস্তর পুনর্ভরণে সহায়তা করে। এটি জলাশয় ও নদীর অতিরিক্ত শুকিয়ে যাওয়া রোধ করে এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। কৃষিকাজের ক্ষেত্রেও বৃষ্টির জল সংরক্ষণ করলে কৃষকেরা অতিরিক্ত সেচ সুবিধা পেতে পারেন, যা ফসল উৎপাদন বাড়াতে সাহায্য করবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
খরার সময় কৃষকদের জন্য বিকল্প জল সরবরাহর এক অন্যতম উপায় হতে পারে এই পদ্ধতি। এছাড়াও বৃষ্টির জল সংরক্ষণের আরও অনেক সুবিধা রয়েছে। বৃষ্টির জল সংরক্ষণ করে তা কি কি কাজে লাগানো যায় সেই সম্পর্কে সকলকে একটা ধারণা দেওয়ার জন্যই আফরিন তৈরি করেছে এই রেন ওয়াটার হার্ভেস্টিং মডেল। অষ্টম শ্রেনীর ছাত্রীর এহেন প্রয়াস সত্যিই প্রশংসনীয়।
বনোয়ারীলাল চৌধুরী





