TRENDING:

Durga Puja 2025: রথের দিনে 'পেটকাটি দুর্গা'র কাঠামো পুজো দিয়ে দুর্গাপুজোর সূচনা রঘুনাথগঞ্জে

Last Updated:

Durga Puja 2025: পেটকাটি মা দুর্গার কাঠামো পুজোর আয়োজন করা হল। রঘুনাথগঞ্জের গদাইপুরের বন্দ্যোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোর সুচনা হল আনুষ্ঠানিক ভাবেই। এই পুজো ৪২০ বছরেরও বেশি পুরনো এবং 'পেটকাটি দুর্গা' নামে পরিচিত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রঘুনাথগঞ্জ: পেটকাটি মা দুর্গার কাঠামো পুজোর আয়োজন করা হল। রঘুনাথগঞ্জের গদাইপুরের বন্দ্যোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোর সুচনা হল আনুষ্ঠানিক ভাবেই। এই পুজো ৪২০ বছরেরও বেশি পুরনো এবং ‘পেটকাটি দুর্গা’ নামে পরিচিত। কাঠামো পূজা দুর্গাপুজোর একটি গুরুত্বপূর্ণ অংশ, যা প্রতিমা তৈরির প্রক্রিয়ার সূচনা করে এবং উৎসবের আনুষ্ঠানিক সূচনা করে।
advertisement

বাঙালির সব থেকে প্রাণের উৎসব দুর্গাপুজো। রথের দিন থেকেই কাঠামো পুজোর মধ্যে দিয়েই সুচনা করা হয় দুর্গাপুজোর। কাঠামো পুজো বা খুঁটিপুজো হল দুর্গাপুজোর একটি ঐতিহ্যবাহী প্রথা। এটি প্রতিমা তৈরির কাজের সূচনা করে এবং আনুষ্ঠানিকভাবে ৫ দিনের উৎসবের প্রস্তুতি শুরু হয়। গদাইপুরের বন্দ্যোপাধ্যায় বাড়ির দুর্গাপূজা বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ এখানে মা দুর্গা ‘পেটকাটি দুর্গা’ নামে পুজিত হন। জনশ্রুতি আছে, দেবীর পায়ে শিকল বাঁধা হয়, যা এই পুজোর একটি বিশেষত্ব।

advertisement

আরও পড়ুনঃ ৪০, ৫০, ৬০, ৭০ নাকি ৭৫, ৮০…! জানতে চান আর কত বছর বাঁচবেন আপনি? ঘরে বসেই জানুন ৩০ সেকেন্ডে, গবেষণায় চাঞ্চল্য

মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে প্রাচীন জনপদ রঘুনাথগঞ্জ। সেখান থেকে ১০ কিলোমিটার গেলেই আহিরণ। ঠিক তার পাশের গ্রাম গদাইপুর। গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে আখরি নদী। এই নদীর তীর থেকে মাটি এনেই দেবীপ্রতিমা গড়া হয়। দৈর্ঘ্য ৯ ফিট ও চওড়ায় ১৩ ফিট। কয়েকশো বছর ধরে মাপের কোনও হেরফের হয়নি।

advertisement

View More

শুক্রবার সকালে ঢাক ঢোল বাজনা সহকারে ঘট ভরে কাঠামো পুজো করা হয়। বর্তমানে পরিবারের সদস্যরা জানিয়েছেন, এই পুজো না দেখলে গ্রামের মানুষের কাছে পুজো অসম্পূর্ণ রয়ে যায়। পুজোর চার দিন বিশেষ ভোগ হয় মায়ের জন্য। অষ্টমী বাদে প্রত্যেকদিনই থাকে মাছ ও মাংসের ভোগ। এই পুজোকে কেন্দ্র করে মেলাও হয় গ্রামে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

কৌশিক অধিকারী 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: রথের দিনে 'পেটকাটি দুর্গা'র কাঠামো পুজো দিয়ে দুর্গাপুজোর সূচনা রঘুনাথগঞ্জে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল