Purulia News: অযোধ্যা পাহাড়ে পর্যটকদের জন্য বড় সুখবর! তৈরি হল এক নতুন আকর্ষণ
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Sudip Paul
Last Updated:
Purulia News: শীত মানেই বেড়ানোর প্ল্যান। আর বঙ্গবাসীর বেড়ানোর প্ল্যান মানেই দিঘা, পুরি, দার্জিলিং-এর পরেই নাম আসে লাল মাটির জেলা পুরুলিয়ার। পুরুলিয়ার পর্যটনের অন্যতম অংশ অযোধ্যা পাহাড়।
শর্মিষ্ঠা ব্যানার্জি, পুরুলিয়া: শীত মানেই বেড়ানোর প্ল্যান। আর বঙ্গবাসীর বেড়ানোর প্ল্যান মানেই দিঘা, পুরি, দার্জিলিং-এর পরেই নাম আসে লাল মাটির জেলা পুরুলিয়ার। পুরুলিয়ার পর্যটনের অন্যতম অংশ অযোধ্যা পাহাড়। পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই অযোধ্যা। এবার পর্যটকদের আকর্ষণ আরও বাড়াতে পুরুলিয়া বনবিভাগ নিল এক অভিনব উদ্যোগ। অযোধ্যা পাহাড়ে বেড়াতে আশা পর্যটকদের জন্য থাকবে চমক। অযোধ্যা ফরেস্ট রেঞ্জে তৈরি করা হল সেলফি পয়েন্ট।
পর্যটনের এই মরশুমে পর্যটকদের কাছে বাড়তি পাওনা হয়ে উঠতে চলেছে এই সেলফি পয়েন্ট। এ বিষয়ে পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন,”শুধু অযোধ্যা পাহাড়ে পর্যটনের আকর্ষণ নয়, যাতে বন সংরক্ষণ হয় সেই কারণে এই সেলফি পয়েন্টে লেখা হয়েছে ‘আই লাভ অযোধ্যা ফরেস্ট’। যাতে এখানে আসা পর্যটকদের কাছে বন সংরক্ষণের বার্তা পৌঁছায়। আশা করা যাচ্ছে পর্যটকদের কাছে পছন্দের হয়ে উঠবে এই সেলফি পয়েন্ট।”
advertisement
আগামী দিনে স্বনির্ভর গোষ্ঠীর সহযোগিতায় এই সেলফি পয়েন্টে বিভিন্ন ধরনের টিশার্ট, মেমেন্টো, তাদের হাতের তৈরি সামগ্রী বিক্রির পরিকল্পনাও রয়েছে। এতে পর্যটকদের এই জায়গায় আসার প্রতি আকর্ষণ আরও বৃদ্ধি হবে। যদি এই সেলফি পয়েন্টের ভাল সাড়া মেলে তাহলে আগামী দিনে অন্যান্য পর্যটন কেন্দ্রগুলিতেও সেলফি পয়েন্ট তৈরির পরিকল্পনা নেবে বন বিভাগ। পর্যটকদের ভিড়ে ঠাসা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। হোটেল , রিসোর্ট, হোম-স্টে সবকিছুই হাউজফুল।
advertisement
advertisement
লাল মাটির এই জেলাতে পাহাড়, ঝরনা, সবকিছুই একসঙ্গে দেখতে পাওয়া যায়। তাই কাছে পিঠে দু-দিনের প্ল্যান থাকলে ভ্রমণপিপাসু মানুষজন ছুটে আসেন পুরুলিয়ায়। এবার বেড়ানোর পাশাপাশি পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ থাকছে সেলফি পয়েন্ট। এতে জঙ্গলমহলে পর্যটন আরও সমৃদ্ধ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 26, 2025 4:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: অযোধ্যা পাহাড়ে পর্যটকদের জন্য বড় সুখবর! তৈরি হল এক নতুন আকর্ষণ








