Digha Tourism: দিঘা ঘুরতে যাওয়ার আনন্দ বাড়ল কয়েকগুণ! সমুদ্র স্নান, জগন্নাথ দর্শনের পাশাপাশি এবার মেলাও, বিরাট আয়োজন সৈকতে
- Reported by:Madan Maity
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Digha Tourism: দিঘা ভ্রমণে এবার পর্যটকদের জন্য থাকছে বাড়তি চমক। সমুদ্র স্নানের আনন্দের পাশাপাশি যোগ হয়েছে উৎসবের আমেজ। সকালে সমুদ্রে স্নান, এরপর জগন্নাথ মন্দির দর্শন। সন্ধ্যা নামলেই মেলার আনন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠান, কেনাকাটা আর মুখরোচক খাবারের টান পর্যটকদের আলাদা আকর্ষণ করছে এই শীতের মরশুমে।
দিঘা ভ্রমণে এবার পর্যটকদের জন্য থাকছে বাড়তি চমক। সমুদ্র স্নানের আনন্দের পাশাপাশি যোগ হয়েছে উৎসবের আমেজ। সকালে সমুদ্রে স্নান, এরপর জগন্নাথ মন্দির দর্শন। সন্ধ্যা নামলেই মেলার আনন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠান, কেনাকাটা আর মুখরোচক খাবারের টান পর্যটকদের আলাদা আকর্ষণ করছে এই শীতের মরশুমে। জানেন দিঘার কোথায় শুরু হয়েছে এই মেলা? (তথ্য ও ছবি: মদন মাইতি)
advertisement
দিনভর ঘোরাঘুরির পর সন্ধ্যায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদের ভিড় জমছে মেলায়। গরম গরম জিলাপি, বিভিন্ন স্টল আর রকমারি জিনিস কেনার আনন্দ উপভোগ করছেন পর্যটকরা। শিশু থেকে শুরু করে বয়স্ক পর্যটক, সকলের মধ্যেই দেখা যাচ্ছে উৎসবের উচ্ছ্বাস। দিঘায় বেড়াতে এসে এই মেলা যেন দিঘা ঘোরার আনন্দকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে।
advertisement
দিঘার কাছেই শুরু হয়েছে বহুল পরিচিত নন্দিনী মেলা। রামনগর আর.এস.এ ময়দানে বসেছে ১৭তম নন্দিনী মেলা। চলতি বছরের ২৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। পর্যটকদের পাশাপাশি স্থানীয় মানুষজনও প্রতিদিন মেলায় ভিড় জমাচ্ছেন। শীতের সন্ধ্যায় মেলার চোখ ধাঁধানো আলোকসজ্জা আলাদা আকর্ষণ তৈরি করেছে।
advertisement
রামনগর এক পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। গত তিন মাস ধরে মেলার প্রস্তুতি নেওয়া হয়েছে। সহযোগিতা করেছে রামনগর এক ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েত। পর্যটকদের সুবিধার দিকেও নজর দেওয়া হয়েছে। ফলে দিঘা বেড়াতে আসা পর্যটকরা নিশ্চিন্তে মেলার আনন্দ উপভোগ করতে পারছেন।
advertisement
advertisement
ছয় দিন ব্যাপী এই মেলায় থাকছে নামিদামি শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ, গান ও নানা মনোজ্ঞ পরিবেশনা দর্শকদের মন কেড়ে নিচ্ছে। পাশাপাশি থাকছে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতাও। প্রতিদিন সন্ধ্যার পর মঞ্চ ঘিরে জমছে দর্শকদের ভিড়। নামিদামি শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান মেলার আকর্ষণকে আরও বাড়িয়ে তুলেছে বলে জানাচ্ছেন দর্শনার্থীরা। সব মিলিয়ে নন্দিনী মেলা হয়ে উঠেছে দিঘা ভ্রমণের বিশেষ আকর্ষণ। (তথ্য ও ছবি: মদন মাইতি)








