পর্যটনের এই মরশুমে পর্যটকদের কাছে বাড়তি পাওনা হয়ে উঠতে চলেছে এই সেলফি পয়েন্ট। এ বিষয়ে পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন,”শুধু অযোধ্যা পাহাড়ে পর্যটনের আকর্ষণ নয়, যাতে বন সংরক্ষণ হয় সেই কারণে এই সেলফি পয়েন্টে লেখা হয়েছে ‘আই লাভ অযোধ্যা ফরেস্ট’। যাতে এখানে আসা পর্যটকদের কাছে বন সংরক্ষণের বার্তা পৌঁছায়। আশা করা যাচ্ছে পর্যটকদের কাছে পছন্দের হয়ে উঠবে এই সেলফি পয়েন্ট।”
advertisement
আগামী দিনে স্বনির্ভর গোষ্ঠীর সহযোগিতায় এই সেলফি পয়েন্টে বিভিন্ন ধরনের টিশার্ট, মেমেন্টো, তাদের হাতের তৈরি সামগ্রী বিক্রির পরিকল্পনাও রয়েছে। এতে পর্যটকদের এই জায়গায় আসার প্রতি আকর্ষণ আরও বৃদ্ধি হবে। যদি এই সেলফি পয়েন্টের ভাল সাড়া মেলে তাহলে আগামী দিনে অন্যান্য পর্যটন কেন্দ্রগুলিতেও সেলফি পয়েন্ট তৈরির পরিকল্পনা নেবে বন বিভাগ। পর্যটকদের ভিড়ে ঠাসা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। হোটেল , রিসোর্ট, হোম-স্টে সবকিছুই হাউজফুল।
আরও পড়ুনঃ অ্যাশেজে বক্সিং ডে টেস্টের প্রথম দিনে তৈরি হল ইতিহাস! প্লেয়ার নয় রেকর্ড গড়ল দর্শকরা
লাল মাটির এই জেলাতে পাহাড়, ঝরনা, সবকিছুই একসঙ্গে দেখতে পাওয়া যায়। তাই কাছে পিঠে দু-দিনের প্ল্যান থাকলে ভ্রমণপিপাসু মানুষজন ছুটে আসেন পুরুলিয়ায়। এবার বেড়ানোর পাশাপাশি পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ থাকছে সেলফি পয়েন্ট। এতে জঙ্গলমহলে পর্যটন আরও সমৃদ্ধ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।





