North 24 Parganas News: শারীরিক সমস্যা নিয়েই কিমির পর কিমি হেঁটে ভারত-বাংলাদেশ সীমান্ত পেট্রাপোলের উদ্দেশ্যে বৃদ্ধ! আবেদন শান্তির, কুর্নিশ জানাচ্ছে সবাই
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
North 24 Parganas News: বন্ধ হোক হিংসা হানাহানি, দুই বাংলার মানুষ শান্তির পথে একসঙ্গে এগিয়ে চলুক- এই বার্তা নিয়েই মধ্যমগ্রাম থেকে পায়ে হেঁটে ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্তের উদ্দেশ্যে রওনা দিলেন বছর ষাটের এক প্রবীণ ব্যক্তি।
মধ্যমগ্রাম, উত্তর ২৪ পরগণা, রুদ্র নারায়ণ রায়: বন্ধ হোক হিংসা হানাহানি, দুই বাংলার মানুষ শান্তির পথে একসঙ্গে এগিয়ে চলুক- এই বার্তা নিয়েই মধ্যমগ্রাম থেকে পায়ে হেঁটে ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্তের উদ্দেশ্যে রওনা দিলেন বছর ষাটের এক প্রবীণ ব্যক্তি। প্রতিবেশী দেশ বাংলাদেশে তৈরি হওয়া হিংসাত্মক মনোভাব ও অশান্তির প্রভাব এদেশে বসবাসকারী উদ্বাস্তু মানুষদের মধ্যেও যে উদ্বেগ তৈরি করছে, সেই বিষয়টিকে সামনে রেখেই তাঁর এই অভিনব উদ্যোগ।
মধ্যমগ্রাম এলাকার বাসিন্দা মদনমোহন হাতে দেশের জাতীয় পতাকা এবং পিঠে শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের এক হওয়ার আহ্বান জানান ব্যানার নিয়ে একাই শুরু করেছেন এই পদযাত্রা। যশোর রোড ধরে পায়ে হেঁটে তিনি পৌঁছতে চাইছেন ভারত–বাংলাদেশ সীমান্ত পেট্রাপোলে। তাঁর একটাই দাবি- হিংসার পথ ছেড়ে শান্তির পথে চলুক দুই দেশের মানুষ, বজায় থাকুক সৌহার্দ্য ও সুসম্পর্ক।
advertisement
আরও পড়ুন: বর্ষশেষে আইআইটি খড়গপুরের মুকুটে নতুন পালক! অধ্যাপক পেলেন বিশেষ সম্মান, গর্বে বুক ভরছে সবার
advertisement
উত্তর ২৪ পরগনার বাসিন্দা মদনমোহনের কথায়, “বাংলাদেশে যে হিংসা ও অশান্তি চলছে, তা যেন কোনওভাবেই এদেশে ছড়িয়ে না পড়ে। দুই বাংলার সাধারণ মানুষ শান্তিতে থাকুক, মিলেমিশে এগিয়ে যাক- এই কামনাই আমার।” শারীরিক একাধিক সমস্যা থাকা সত্ত্বেও এই বার্তা পৌঁছে দিতেই তিনি দীর্ঘ পথ হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। পথ চলতি মানুষজন প্রবীণের এই সাহসী ও মানবিক উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দেশভাগের সময় বাংলাদেশ থেকে ভারতে চলে আসা বহু উদ্বাস্তু মানুষও তাঁর সঙ্গে কথা বলে তাঁকে সাহস ও সমর্থন জোগাচ্ছেন। তাঁদের মতে, ছিন্নমূল মানুষের যন্ত্রণা ও শান্তির আকাঙ্ক্ষা বহন করছে এই পদযাত্রা। হিংসার বদলে শান্তির বার্তা নিয়ে এক প্রবীণের এই একক উদ্যোগ কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলবে। তবে মানবতা ও সম্প্রীতির পক্ষে এমন পদক্ষেপ ইতিমধ্যেই মানুষের মনে গভীর ছাপ ফেলেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Dec 26, 2025 3:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: শারীরিক সমস্যা নিয়েই কিমির পর কিমি হেঁটে ভারত-বাংলাদেশ সীমান্ত পেট্রাপোলের উদ্দেশ্যে বৃদ্ধ! আবেদন শান্তির, কুর্নিশ জানাচ্ছে সবাই









