IIT Kharagpur: বর্ষশেষে আইআইটি খড়গপুরের মুকুটে নতুন পালক! অধ্যাপক পেলেন বিশেষ সম্মান, গর্বে বুক ভরছে সবার
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
West Medinipur News IIT Kharagpur: অত্যাধুনিক গবেষণা ও সমাজে তার প্রভাব স্বাভাবিকভাবে আরও একটি মাইলফলক। অধ্যাপকের এই সম্মাননা প্রাপ্তি নিঃসন্দেহে তার বিষয়ে গবেষণায় ব্যাপক প্রভাব ফেলবে।
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: বছর শেষে আইআইটি খড়গপুরের মুকুটে নতুন পালক। নতুন বছরের আগে আইআইটি খড়গপুরের এক গবেষক অধ্যাপক পেলেন এক বিশেষ সম্মান। অধ্যাপনা, গবেষণায় দক্ষতা এবং কর্মক্ষেত্রে নিত্যনতুন আবিষ্কার এনে দিয়েছে সম্মান। সম্প্রতি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি খড়গপুর) এর রাবার টেকনোলজি সেন্টারের (আরটিসি) অধ্যাপক নারায়ণ চন্দ্র দাস পেলেন বিশেষ সম্মান। মেটেরিয়ালস রিসার্চ সোসাইটি অফ ইন্ডিয়া (এমআরএসআই) এর পক্ষ থেকে বিভিন্ন মানদণ্ডের উপর ভিত্তি করে মর্যাদাপূর্ণ এমআরএসআই মেডেল অ্যাওয়ার্ড ২০২৫-এ ভূষিত করা হয়েছে। আর বর্ষশেষে এতে খুশির হাওয়া আইআইটি জুড়ে।
অধ্যাপক নারায়ণ দীর্ঘ বেশ কয়েক দশক ধরে নিজের গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ন্যানোম্যাটেরিয়ালস, পলিমার এবং শক্তি উপাদানের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে অসামান্য গবেষণা সারা দেশের পাশাপাশি সারা ভারতে এক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। যা আগামীতে নতুন ধারণা দেবে। আইআইটি সূত্রে খবর, অধ্যাপক নারায়ণের এই গবেষণা শক্তি উপাদান এবং পলিমার পুনর্ব্যবহারের ক্ষেত্রে উপযোগী।
advertisement
আরও পড়ুন: সোনাঝুরি হাটের আদলে অভিনব হাট হাওড়ায়! শীতের মরশুমে চলছে দারুণ বিকিকিনি, চলবে আর মাত্র কয়েকদিন
advertisement
পশ্চিম মেদিনীপুরের আইআইটি খড়গপুরের এই অধ্যাপকের শক্তিশালী গবেষণা পরিবেশকে আরও তুলে ধরে। আইআইটি সূত্রে খবর, অধ্যাপক দাস একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক, যিনি পলিমারিক উপকরণ, ন্যানোম্যাটেরিয়ালস, সেন্সর, শক্তি উপাদান এবং পলিমার পুনর্ব্যবহারের ক্ষেত্রে তাঁর প্রভাবশালী অবদানের জন্য ব্যাপকভাবে স্বীকৃত। তাঁর কাজ শিক্ষা ও শিল্প উভয় ক্ষেত্রেই উদ্ভাবনকে চালিত করে চলেছে এবং নতুন মানদণ্ড স্থাপন করছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সম্প্রতি দেশের একাধিক গবেষকদের মধ্যে মেটেরিয়ালস রিসার্চ সোসাইটি অফ ইন্ডিয়া (এমআরএসআই) এর পক্ষ থেকে এমআরএসআই ২০২৫ সম্মানে সম্মানিত করা হয়েছে। অধ্যাপকের অত্যাধুনিক গবেষণা ও সমাজে তার প্রভাব স্বাভাবিকভাবে আরও একটি মাইলফলক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Dec 26, 2025 3:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
IIT Kharagpur: বর্ষশেষে আইআইটি খড়গপুরের মুকুটে নতুন পালক! অধ্যাপক পেলেন বিশেষ সম্মান, গর্বে বুক ভরছে সবার










