Howrah News: সোনাঝুরি হাটের আদলে অভিনব হাট হাওড়ায়! শীতের মরশুমে চলছে দারুণ বিকিকিনি, চলবে আর মাত্র কয়েকদিন

Last Updated:

Howrah News: অন্য একটা হাট, যে হাটে শিল্পীরা বিক্রেতা! বাংলার হারিয়ে যেতে বসা শিল্প ও বাংলার জনপ্রিয় খাবার সমন্বয়ে সমৃদ্ধ একটি হাট। বর্তমান সময়ে আর পাঁচটা মেলার থেকে সম্পূর্ণ ভিন্ন এই মেলা বা হাট।

+
পরিবেশবান্ধব

পরিবেশবান্ধব হাট

মাধবপুর, রাকেশ মাইতি: অন্য একটা হাট, যে হাটে শিল্পীরা বিক্রেতা! বাংলার হারিয়ে যেতে বসা শিল্প ও বাংলার জনপ্রিয় খাবার সমন্বয়ে সমৃদ্ধ একটি হাট। বর্তমান সময়ে আর পাঁচটা মেলার থেকে সম্পূর্ণ ভিন্ন এই মেলা বা হাট। এই মেলা অনেকটা মিল খুঁজে পাওয়া যায় শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের সঙ্গে।
উলুবেড়িয়ার মহিষ রেখা ব্রিজ সংলগ্ন মাধবপুরে বসেছে পরিবেশবান্ধব হাট। এই হাটে জেলা ও জেলার বাইরে থেকে নানা শিল্পীরা হাজির হয়েছেন তাদের নিজস্ব শৈল্পিক দক্ষতায় তৈরি জিনিস নিয়ে। এছাড়াও বাংলার পুরনো দিনের জনপ্রিয় খাবার। সেই সমস্ত জিনিসের টানেই গ্রামের এই মেলায় হাজির হচ্ছেন শহরের মানুষ। এই মেলায় রয়েছে শিল্পীদের হাতে তৈরি পটচিত্র, শোপিস, মেদিনীপুরের বিখ্যাত পটচিত্র, মাটির জিনিস, হাতে তৈরি পোশাক, পরিবেশ বান্ধব বাসনপত্র-সহ আর কত কি। দ্বিতীয় দিনে এই হাটের আকর্ষণ ছিল হাওড়ার নিজস্ব লোকনৃত্য ‘কালিকা পাতারি’।
advertisement
advertisement
হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়কের কাছেই দামোদর পাড়ে বসেছে পরিবেশবান্ধব হাট। ২৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর সপ্তাহব্যাপী এই হাটে প্রতিদিন জেলা ও জেলার বাইরে থেকে মানুষ আসছেন। তৃতীয় বর্ষে আরও আকর্ষণ বেড়েছে এই হাটে। কেউ আসছেন শিল্পীদের হাতে তৈরি শিল্প সামগ্রিক সংগ্রহ করতে। আবার অনেকেই সপরিবারে খাঁটি নলেন গুড়, পিঠেপুলি, রস বড়ার মতো খাবারের টানে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রকৃতির মাঝে হাট দামোদর পাড়ে বাঁধের গা ঘেঁষে বিশাল বট গাছের নিচে বসেছে হাটের পসরা। পসরা সাজিয়েছেন শিল্পীরা, নির্জন প্রকৃতির কোলে পসরা সাজিয়ে আপন মনে অনেকেই সৃজনশীল কাজে ব্যস্ত। এমন দৃশ্য বহু মানুষকেই আকৃষ্ট করে। এবার হাটে প্রায় ৩০ টি স্টল, পরিবেশবান্ধব হাটের বিভিন্ন প্রান্তে পরিবেশ রক্ষার সচেতনতার বার্তা। মেলায় বিক্রি হওয়া খাবার পরিবেশিত হচ্ছে পরিবেশ বান্ধব জিনিসে। খাবার পরিবেশিত হচ্ছে কাগজ ও গাছের পাতায়। নলেন গুড় বিক্রিতে মাটির পাত্র। মানুষ আসছেন জিনিসপত্র সংগ্রহ করছেন, পরিবেশবান্ধব এই হাট থেকে নলেন গুড়, পিঠেপুলির মতো খাদ্য সামগ্রী সংগ্রহ করতে অনেকেই হাজির হচ্ছেন পাত্র নিয়ে।
advertisement
এ প্রসঙ্গে উদ্যোক্তা মাধবপুর পরিবেশ চেতনা সমিতির সম্পাদিকা জয়িতা কুন্ডু জানান, তিন বছরে আরও বেশি সমৃদ্ধ পরিবেশবান্ধব হাট। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। মেলার বহর বাড়ান মূল উদ্দেশ্য নয়, মূল লক্ষ্য হল বাংলার শিল্পকে টিকিয়ে রাখা ও মানুষকে সচেতন করা। এবার তৃতীয় বর্ষে মানুষ অনেক বেশি সচেতনই ভূমিকা পালন করছে। এই ধরনের উদ্যোগকে আরও বেশি কার্যকার করতে অনেকেই এগিয়ে এসেছেন। বলা যেতে পারে, পরিবেশ রক্ষার ক্ষেত্রে প্লাস্টিক ক্ষতিকর জিনিস। সেই দিক থেকে বিকল্প ব্যবস্থা থাকলে মানুষ সদর্থক ভূমিকা পালন করবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: সোনাঝুরি হাটের আদলে অভিনব হাট হাওড়ায়! শীতের মরশুমে চলছে দারুণ বিকিকিনি, চলবে আর মাত্র কয়েকদিন
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement