ভারী লেপ-কম্বলে ঠাসাঠাসি ঘর? আলমারি উপচে পড়ছে? কাজে লাগান এই ৫টি 'স্মার্ট স্টোরেজ ট্রিক'
- Published by:Tias Banerjee
Last Updated:
শীতের মরসুম কাটলেই বাড়ির আলমারি হঠাৎ করেই ছোট হয়ে আসে। ভারী লেপ, কম্বল আর কাঁথায় ভরে যায় তাক, ফলে দৈনন্দিন জামাকাপড় রাখার জায়গা নিয়ে শুরু হয় টানাপড়েন। ঠিকমতো না রাখলে আবার স্যাঁতসেঁতে ভাব, দুর্গন্ধ কিংবা পোকামাকড়ের ঝামেলাও দেখা দেয়। তবে কয়েকটি সহজ কিন্তু বুদ্ধিদপ্ত স্টোরেজ কৌশল মেনে চললে অল্প জায়গাতেই গুছিয়ে রাখা যায় শীতের এই ভারী সামগ্রী।
শীতকালে ভারী লেপ আর কম্বল যেমন ভরসা, গরম পড়তেই সেগুলো সংরক্ষণ করাই বড় ঝামেলা হয়ে দাঁড়ায়। ছোট আলমারিতে এই ভারী কম্বল-লেপ রাখলে প্রায় সব জায়গাই দখল হয়ে যায়, দৈনন্দিন জামাকাপড় রাখার জায়গা থাকে না। উপরন্তু ভুলভাবে রাখলে স্যাঁতসেঁতে ভাব বা দুর্গন্ধের সমস্যাও দেখা দেয়। তবে কিছু বুদ্ধিদীপ্ত স্টোরেজ কৌশল মেনে চললে অল্প জায়গাতেই সুন্দরভাবে রাখা সম্ভব এই শীতের সামগ্রী।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement









