Supreme Court on Menstrual Health: বিনামূল্যে স্যানিটারি প্যাড...দিতেই হবে স্কুলকে, কড়া নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট! জানাল, ‘মেনস্ট্রুয়াল হেলথ সাংবিধানিক মৌলিক অধিকার’
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
২০২৪ সালের ১০ ডিসেম্বর আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন জয়া ঠাকুর নামে এক মহিলা৷ তাঁর আবেদনে তিনি জানিয়েছিলেন, সারা ভারতজুড়ে সমস্ত সরকারি এবং সরকার মদতপুষ্ট স্কুলে ক্লাস ৬-১২ শ্রেণীর ছাত্রীদের জন্য কেন্দ্রীয় সরকারি মেনস্ট্রুয়াল হাইজিন পলিসি কার্যকর করতে হবে৷ সেই আবেদনের প্রেক্ষিতে শুক্রবার উপরোক্ত নির্দেশগুলি দেয় সুপ্রিম কোর্ট৷
নয়াদিল্লি: সরকারি তো বটেই এমনকি প্রতিটি বেসরকারি স্কুলেও ছাত্রীদের বিনামূল্যে বায়ো-ডিগ্রেডেবল মেনস্ট্রুয়াল স্যানিটারি প্যাড দিতে হবে৷ দেশের প্রত্যেক রাজ্য এবম কেন্দ্র শাসিত অঞ্চলের প্রশাসনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ এছাড়াও, শীর্ষ আদালত জানিয়েছে, মেনস্ট্রুয়াল হেলথ প্রত্যেকটি মেয়ের মৌলিক অধিকার৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
২০২৪ সালের ১০ ডিসেম্বর আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন জয়া ঠাকুর নামে এক মহিলা৷ তাঁর আবেদনে তিনি জানিয়েছিলেন, সারা ভারতজুড়ে সমস্ত সরকারি এবং সরকার মদতপুষ্ট স্কুলে ক্লাস ৬-১২ শ্রেণীর ছাত্রীদের জন্য কেন্দ্রীয় সরকারি মেনস্ট্রুয়াল হাইজিন পলিসি কার্যকর করতে হবে৷ সেই আবেদনের প্রেক্ষিতে শুক্রবার উপরোক্ত নির্দেশগুলি দেয় সুপ্রিম কোর্ট৷









