TMC: ঋতুপর্ণা থেকে জিৎ... বাংলার সেলেবদের হাতে-হাতে এবার ‘উন্নয়নের পাঁচালি’! তারকাদের দিয়েও চমক দিতে চায় তৃণমূল
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Ankita Tripathi
Last Updated:
TMC: রাজ্যস্তরে "বাংলার সমর্থনে সংযোগ" উদ্যোগটি শুরু করার পর, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এখন রাজ্য় সরকারের ১৫ বছরের গৌরবময় সাফল্যের খতিয়ান "উন্নয়নের পাঁচালি"- রিপোর্ট কার্ড জেলা স্তরে নিয়ে গিয়েছে
কলকাতা: বাংলার সমর্থনে সংযোগ’ এবার জেলায় জেলায়৷ রাজ্যস্তরে “বাংলার সমর্থনে সংযোগ” উদ্যোগটি শুরু করার পর, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এখন রাজ্য় সরকারের ১৫ বছরের গৌরবময় সাফল্যের খতিয়ান “উন্নয়নের পাঁচালি”- রিপোর্ট কার্ড জেলা স্তরে নিয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি চিঠি-সহ এই রিপোর্ট কার্ড এবং উন্নয়নের পাঁচালি বাংলার বিশিষ্ট ব্যক্তিত্বদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
রাজ্য স্তরে দলের প্রবীণ নেতা, সাংসদ ও মন্ত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্বাস্থ্যক্ষেত্রের মহীরূহ এবং ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করেছেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিকের হাতে “উন্নয়নের পাঁচালি” তুলে দিয়েছেন। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং সাংসদ বাপি হালদার দেখা করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে। রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু প্রখ্যাত কবি জয় গোস্বামী ও শ্রীজাতর হাতে রিপোর্ট কার্ডটি তুলে দিয়েছেন। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও সাংসদ সাজদা আহমেদ বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
advertisement
advertisement
ফুটবলার সুব্রত ভট্টাচার্য ও মেহতাব হোসেন এই রিপোর্ট কার্ড গ্রহণ করেছেন মনোজ তিওয়ারি ও সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। অন্যদিকে, সাংসদ নাদিমুল হক দেখা করেছেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তর সঙ্গে এবং মন্ত্রী অরূপ রায় ও সাংসদ সায়নী ঘোষ এটি তুলে দিয়েছেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের হাতে।
advertisement
এই উদ্যোগের মাধ্যমে বাংলার সংস্কৃতি, স্বাস্থ্য ও ক্রীড়া জগতের ব্যক্তিত্বদের কাছে এক সুশৃঙ্খল উপায়ে পৌঁছানোর লক্ষ্য রাখা হয়েছে। এখন এই কর্মসূচি জেলাস্তরেও বিস্তৃত করা হচ্ছে। প্রতিটি জেলার নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে, নিজ নিজ এলাকার যে ব্যক্তিরা নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন, এমন বিশিষ্ট ব্যক্তিত্ব ও প্রভাবশালীদের চিহ্নিত করে তাঁদের সঙ্গে দেখা করার এবং তাঁদের হাতে “উন্নয়নের পাঁচালি” বক্স ও মুখ্যমন্ত্রীর চিঠি তুলে দেওয়ার।
advertisement
যেমন নৈহাটিতে বিখ্য়াত সঙ্গীতশিল্পী রাঘব চট্টোপাধ্য়ায়ের হাতে রিপোর্ট কার্ড তুলে দিয়েছেন সাংসদ পার্থ ভৌমিক এবং বিধায়ক সনত দে, বিখ্য়াত ফুটবলার বাইচুং ভুটিয়ার হাতে শিলিগুড়িতে রিপোর্ট কার্ড তুলে দিয়েছেেন এসজেডিএ চেয়ারপার্সন দিলীপ দুগার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 30, 2026 5:21 PM IST










