Poush Mela 2025: পৌষমেলায় পটচিত্রের এক্সক্লুসিভ কালেকশন, ঘরে নিয়ে যাওয়ার খরচ ৫০থেকে ৬০ হাজার টাকা! হাতে সময় অল্প

Last Updated:

Birbhum Poush Mela 2025: পৌষমেলায় পটচিত্র শিল্পীরা খোলা আকাশের নীচে পসরা সাজিয়ে বসেন। সেখানেই চলছে দেদার বেচাকেনা।

পট চিত্র
পট চিত্র
বীরভূম, সৌভিক রায়: চলছে বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা। রবিবার পর্যন্ত এই পৌষ মেলার আয়োজন করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। সকাল থেকেই প্রায় লক্ষাধিক পর্যটকদের সমাগম বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলা উপলক্ষে। প্রায় ১৭০০টি স্টল নিয়ে শুরু হয়েছে এই বছরের পৌষ মেলা। রংবেরঙের আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন স্টল। তবে এরই মাঝে দেখা গেল এক অন্য চিত্র। খোলা আকাশটাই যেন তাঁদের কাছে একটুকরো ছাউনি।
প্রত্যেক বছর বিশ্বভারতী কর্তৃপক্ষ পূর্বপল্লীর খোলা মাঠে পটচিত্র শিল্পীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পসরা সাজিয়ে বসার ব্যবস্থা করে দেন। কোনও সাজানো স্টল নয়। আলোর ঝলমলে সৌন্দর্য নেই। তবু রঙের টানে থেমে যান মেলার পথচলতি মানুষ। মেদিনীপুর থেকে আসা পটচিত্রশিল্পীরা গাছের পাতা, প্রাকৃতিক রং আর হাতে বানানো তুলি দিয়েই ফুটিয়ে তুলছেন তাঁদের জীবনের গল্প। পটে পটে ধরা পড়ছে লোককথা, দেবদেবীর আখ্যান, গ্রামীণ জীবনের হাসি-কান্না,চাষ আবাদের গল্প।
advertisement
advertisement
খোলা আকাশের নিচেই চলছে কেনাবেচা। দূর দূরান্ত থেকে আগত পর্যটকেরা লাইন দিয়ে দাঁড়িয়ে দেখছেন সবটা। আর বিক্রেতাদের সেই সরলতাতেই মুগ্ধ ক্রেতারা। শিল্পীরা বলেন, আমরা প্রায় পঞ্চাশ জন এসেছি। খোলা আকাশের নিচেই বিক্রি করছি। ১০০ টাকা থেকে ৬০০ টাকার পটচিত্রই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে প্রত্যেক বছরের মতন। আবার মেলায় বহু সংগ্রাহকরা আসেন। সেই সমস্ত সংগ্রাহকদের জন্য রয়েছে বিশেষ বড় কাজ। যার দাম ৫০-৬০ হাজার টাকা পর্যন্ত।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পৌষমেলার এই খোলা প্রান্তরে তাই শুধু কেনাবেচা নয়, চলতে থাকে শিল্পের সঙ্গে মানুষের নিঃশব্দ সংলাপ। সেই সংলাপ আরও একবার প্রমাণ করে দেয়-শিল্প বাঁচে স্বাধীনতায়, আর পটচিত্রের গল্প বাঁচে খোলা আকাশের নিচেই। লড়াই করে বেঁচে থাকতে হয় বর্তমানে পটচিত্রের শিল্পীদের।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Poush Mela 2025: পৌষমেলায় পটচিত্রের এক্সক্লুসিভ কালেকশন, ঘরে নিয়ে যাওয়ার খরচ ৫০থেকে ৬০ হাজার টাকা! হাতে সময় অল্প
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement