আরও পড়ুনঃ প্রেমিকাকে কেটে ৭ টুকরো করে বস্তায় ভরে কুয়ো ফেলে দিল প্রাক্তন ‘প্রধান’, হাড়হিম কাণ্ডে কাঁপছে এলাকা
প্রসঙ্গত ২০২০ সালের ২৬ নভেম্বর বরাবাজার থানা এলাকায় বসবাসকারী ওই নাবালিকা মাঠে গরু চরাতে গিয়েছিল। এই সময় অভিযুক্ত নিমাই মাহাতো মানসিক ভারসাম্যহীন ওই নাবালিকাকে ধর্ষণ করে। পরবর্তীতে ওই নাবালিকা অন্তঃসত্তা হয়ে পড়ে। নাবালিকার বাবা বরাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্ত নিমাই মাহাতোর বিরুদ্ধে। পরিবারের অভিযোগের ভিত্তিতে সেই সময়ই ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু হয়। দীর্ঘ প্রায় পাঁচ বছর মামলা চলার পর। অভিযুক্ত নিমাই মাহাতোর সাজা ঘোষণা করলেন বিচারক।
advertisement
এ বিষয়ে পুরুলিয়া জেলা আদালতের সরকারি আইনজীবী অভিষেক ব্যানার্জি বলেন , ২৬/১১/২০২০ সালে বরাবাজার থানা এলাকায় মানসিক ভারসাম্যহীন এক নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত নিমাই মাহাতো। সেই সময় বরাবাজার থানায় মামলার রুজু হয়। সমস্ত সাক্ষ্য প্রমাণের পর অভিযুক্ত নিমাই মাহাতোকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা নির্দেশ দিয়েছেন বিচারক রানা দাম। দীর্ঘ পাঁচ বছর ধরে মামলা চলার পর অবশেষে বিচার পেল বরাবাজারের মানসিক ভারসাম্যহীন এই নাবালিকা। বিচারকের এই রায়ে খুশি পরিবার।





