ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানার দেগঙ্গা বাজার এলাকায়। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বাবলু কর্মকার, বয়স ৪৭ বছর। মৃত ব্যক্তির পরিবার ও স্থানীয়দের দাবি, বাবলু দিনমজুরের কাজ করতেন, ঘরে একাই থাকতেন তিনি পাশের ঘরে থাকতেন তার বৃদ্ধা মা। বাবলু নেশাগ্ৰস্থ ছিলেন, প্রতিদিন রাতে নিত্যনতুন বন্ধুদের সঙ্গে মদ্যপানের আসর বসত। গতকাল রাতেও এক বন্ধু তার সঙ্গে ছিলেন বলে স্থানীয়দের দাবি।
advertisement
আরও পড়ুন: ২৫ অক্টোবর, ২০২৫- কেমন যাবে আজকের প্রেমজীবন, জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
এদিন সকালে তার মা ও প্রতিবেশীরা দেখেন, বিছানার উপর পড়ে আছে বাবলুর নিথর দেহ। শরীরের একাধিক যায়গায় ধারালো অস্ত্রের আঘাত, বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্তের দাগ। পড়ে রয়েছে দু’জনের ভাতের থালা। ঘটনাস্থলে দেগঙ্গা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে, উদ্ধার হয় খুনে ব্যবহার করা ধারালো অস্ত্র। সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে পুলিশ। মদের আসরে গন্ডগোলের জেরেই এই খুন নাকি অন্য কোনও বিষয় জড়িত রয়েছে এই খুনের পিছনে তার তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ।
