ঝাড়গ্রামে রেললাইনের পাশে ব্যারিকেড! বন্যপ্রাণী চলাচলের স্বাভাবিক পথ আটকে দিয়েছে, অভিযোগ বন দফতরের! 

Last Updated:

সুষ্ঠ সমাধান চেয়ে রেলকে চিঠি বন দফতরের!  

News18
News18
বন্যপ্রাণীর যাতায়াতের স্বাভাবিক পথে বাধা দেওয়া হচ্ছে৷ অবিলম্বে ব্যবস্থা নেওয়া হল। খড়গপুর ডিভিশনের ঝাড়গ্রামের সরডিহা, লোধাশুলি, বাঁশতলার কাছে রেল লাইনের পাশে স্তম্ভ বা গার্ডরেল বসানোকে কেন্দ্র করে শুরু হয়েছে রেল ও বন দফতরের মধ্যে চাপানউতোর৷ ঝাড়গ্রাম জেলার হাতির গতি পথ গুলিতে রেললাইনের পাশে গার্ডরেল ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। রেল দফতর জানিয়েছে, হাতি–ট্রেন সংঘর্ষ রোধে এই গার্ডরেল প্রকল্প নেওয়া হয়েছিল। কিন্তু বনদফতর আপত্তি জানিয়ে বলছে—এই গার্ডরেল বন্যপ্রাণীর স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করছে।
advertisement
বনদফতরের দাবি, গার্ডরেলের পরিবর্তে ওভারপাস, স্পিড–কন্ট্রোল জোন এবং সফট প্যাডিং ব্যবস্থা নেওয়া উচিত ছিল, যাতে ট্রেনের গতিও নিয়ন্ত্রিত হয় এবং হাতিরা নিরাপদে চলাচল করতে পারে।কিন্তু হাতির গতিপথ নিয়ে কোনও যথাযথ পরিকল্পনা নেই দক্ষিণপূর্ব রেলের। রেল দফতরের যুক্তি—হাতি–ট্রেন দুর্ঘটনায় প্রাণহানি রুখতে এই সুরক্ষার ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল। তবে, পরিবেশবিদ এবং স্থানীয়দের একাংশ হাতির স্বাভাবিক চলাচলের বাধার বিরোধী।
advertisement
তাঁদের দাবি—বনদফতর ও রেলের সমন্বয়ের মাধ্যমে বিকল্প নকশা তৈরি করা হোক।যা একদিকে বন্যপ্রাণীর নিরাপদ চলাচল কে সুরক্ষিত রাখবে এবং ট্রেন ও হাতি সংঘাতের মাধ্যমে হাতি মৃত্যুর ঘটনাও রোধ করা যাবে। আর রেল এই হাতি সুরক্ষার নামে যে ভাবে  গার্ডরেল দিয়ে জমি ঘিরছে  তাতে এই এলাকার অনেক মানুষের রোজগারের চাষের জমি দখল হচ্ছে। এক ফসলা চাষের অধিকাংশ মানুষের জমি এই জায়গায় আছে। বহু বছর ধরে তারা চাষ করে আসছেন রেলের সেই জমিতে। কিন্তু রেলের তরফ থেকে যেভাবে ব্যারিকেড করা হচ্ছে তাতে তারা যথেষ্ট আতঙ্কিত। হাতি সুরক্ষার নাম করে যেমন হাতির গতিপথ বন্ধ করে ফেলা হচ্ছে ঠিক তেমনি অধিকাংশ  মানুষের চাষের জমি ঘিরে ফেলছে রেল।ইতিমধ্যেই ঝাড়গ্রামের ডিএফও এই বিষয়ে চিঠি দিয়েছেন খড়গপুরের ডিআরএমকে।
advertisement
এই ব্যপারে রেল আধিকারিক  নিশান্ত কুমার, Sr DCM খড়গপুর জানিয়েছেন,যদি কোনও সমস্যা হয়, তা হলে আমরা আলোচনা করে সমস্যা মিটিয়ে নেব। DFO একটা চিঠি দিয়েছে DRM’কে। আমরা সিনিয়র সেকশনাল ইঞ্জিনিয়ারিং টিমের সাথে কথা বলেছি। ওরা আমাদের রিপোর্ট দেবে। অপারেশনাল ক্ষেত্রে আলোচনা চলছে।প্রসঙ্গত, গত ১৮ জুলাই আটটি হাতির একটি দল রেললাইন পেরিয়ে বাঁশতলার দিক থেকে সিপাইবাঁধের দিকে যাচ্ছিল। লাইন ধরে আসছিল দূরপাল্লার একটি ট্রেন। সেই ট্রেনের চাকাতেই পিষ্ট হয় একটি বড় এবং দু’টি বাচ্চা হাতি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঝাড়গ্রামে রেললাইনের পাশে ব্যারিকেড! বন্যপ্রাণী চলাচলের স্বাভাবিক পথ আটকে দিয়েছে, অভিযোগ বন দফতরের! 
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement