ধেয়ে আসছে! হাতে সময় কম... আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'মান্থা'! কবে থেকে বঙ্গে শুরু দুর্যোগ?
- Reported by:BISWAJIT SAHA
- Published by:Tias Banerjee
Last Updated:
Cyclone Alert বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় মান্থা সোমবার আছড়ে পড়তে পারে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার সতর্কতা, কলকাতায়ও সপ্তাহের শুরুতে বৃষ্টির সম্ভাবনা!
advertisement
advertisement
সমুদ্রের আবহাওয়া ইতিমধ্যেই অশান্ত। ২৮ অক্টোবর মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ২৭ তারিখের মধ্যেই উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে, ঘন্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে।
advertisement
উত্তরবঙ্গে আজ থেকেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শুরু হবে বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার থেকে বৃষ্টি বাড়বে, আর রবিবার শুধুমাত্র দার্জিলিঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বুধবার আবহাওয়া কিছুটা শুষ্ক থাকবে, তবে বৃহস্পতিবার ফের বৃষ্টি শুরু হবে। জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। শুক্রবার মালদা, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
কলকাতার আকাশ আজ সকাল থেকে ঝলমলে, পরে আংশিক মেঘলা হতে পারে। সোমবার রাতে শহরের আবহাওয়া বদলাবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৫১ থেকে ৯২ শতাংশের মধ্যে। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ২৫ থেকে ৩৩ ডিগ্রির মধ্যে থাকবে।
advertisement









