রাতের অন্ধকারে মেদিনীপুরে বিশেষ অভিযান, বড়সড় সাফল্য পেল দাসপুর থানার পুলিশ! গ্রেফতার ৩

Last Updated:

West Medinipur News: গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে কাফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে।

নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে
নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে
দাসপুর, পশ্চিম মেদিনীপুর, সুকান্ত চক্রবর্তীঃ উৎসবের মরশুমে বড়সড় সাফল্য পেল দাসপুর থানার পুলিশ। নিষিদ্ধ কাফ সিরাপ পাচার চক্রের বিরুদ্ধে এই সাফল্য মিলল। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে কাফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশের দাবি, চাঁইপাট ও সংলগ্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা পাচার চক্রকে ধরার জন্য পুলিশ চেকিং বৃদ্ধি এবং নজরদারির পরিধি বাড়ানো হয়েছিল। অভিযানের সময় তিন সন্দেহভাজনকে হাতেনাতে আটক করা সম্ভব হয়েছে। ধৃতদের পরিচয় এবং তাঁদের পূর্ববর্তী অপরাধমূলক সংযোগ যাচাই করা হচ্ছে।
আরও পড়ুনঃ ছিপছিপে চেহারা, পরনে ময়লা পোশাক, পেশায় দিনমজুর আদিবাসী বৃদ্ধের ভুবন ভোলানো প্রতিভা, নিজের কানেই শুনুন
তদন্তকারী আধিকারিকদের ধারণা, এই তিন যুবক কেবল পাচার চক্রের সামনের সারির কর্মী। তাঁদের পিছনে একটি মাফিয়া চক্র কাজ করছে, যারা সীমান্তবর্তী অঞ্চলগুলি থেকে মাদক দ্রব্য এনে জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের বড় মাথাদের ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
advertisement
advertisement
শুক্রবার রাতের বিশেষ অভিযানে নেতৃত্ব দেন ঘাটালের এসডিপিও দুর্লভ সরকার। উপস্থিত ছিলেন দাসপুর থানার ওসি অঞ্জনি তিওয়ারি, সেকেন্ড অফিসার তরুণ কুমার হাজরা, দাসপুর-২ বিডিও প্রবীর কুমার শীট সহ থানার অন্যান্য পুলিশ ও প্রশাসনিক কর্মীরা। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন গ্রেফতার হওয়া তিন যুবকের নাম, জয়মাল্য পাল, সৈকত মাইতি এবং প্রসেনজিৎ জানা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাতের অন্ধকারে মেদিনীপুরে বিশেষ অভিযান, বড়সড় সাফল্য পেল দাসপুর থানার পুলিশ! গ্রেফতার ৩
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement