Crime News: প্রেমিকাকে কেটে ৭ টুকরো করে বস্তায় ভরে কুয়ো ফেলে দিল প্রাক্তন 'প্রধান', হাড়হিম কাণ্ডে কাঁপছে এলাকা

Last Updated:

Crime News: প্রাক্তন প্রধানের হাতে খুন প্রেমিকা। গত সপ্তাহে উত্তর প্রদেশের ঝাঁসিতে মাথাবিহীন দেহ উদ্ধার হয় এক মহিলার। মহিলার নাম রচনা যাদব, বয়স ৩৫।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
উত্তর প্রদেশঃ প্রাক্তন প্রধানের হাতে খুন প্রেমিকা। গত সপ্তাহে উত্তর প্রদেশের ঝাঁসিতে মাথাবিহীন দেহ উদ্ধার হয় এক মহিলার। মহিলার নাম রচনা যাদব, বয়স ৩৫। পুলিশ সূত্রে খবর, তাঁর প্রেমিক প্রাক্তন মাহেবা গ্রামের প্রধান সঞ্জয় প্যাটেল, তার ভাগ্নে এবং বন্ধুর সাহায্যে রচনাকে খুন করা হয়।
সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ BBGTS মূর্তি জানান, রচনা সঞ্জয়কে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু তিনি বিয়ে করতে চাননি কারণ সঞ্জয় বিবাহিত ছিব এবং তাঁর দুই সন্তান ছিল।
৯ অগাস্ট, সঞ্জয়, তাঁর ভাগ্নে সন্দীপ প্যাটেল এবং বন্ধু প্রদীপ ওরফে দীপক আহিরওয়ার রচনাকে শ্বাসরোধ করে হত্যা করেন। তারপর তাঁর দেহ ৭ টুকরো করে কেটে বস্তায় ভরেন এবং একটি কুয়োতে ফেলে দেন। মাথা এবং পা লখেরি নদীতে ফেলে দেন যাতে শনাক্ত করা না যায়।
advertisement
advertisement
১৩ অগাস্ট পচা দেহটি খুঁজে পায়। পুলিশ মাথা শনাক্ত করতে পারেনি। “আমরা সমস্ত দেহাংশ উদ্ধার করেছি এবং দুইজনকে গ্রেফতার করেছি, তৃতীয় অভিযুক্তের সন্ধান করছি।’’
গ্রামবাসীরা দেহটি রচনার বলেই সন্দেহ করে এবং তাঁর ভাই দীপক যাদবকে খবরটি জানানো হয়।  সঞ্জয়ের সঙ্গে একাধিক ফোন কলের রেকর্ড পায় পুলিশ। এর ফলে তার বাড়িতে রাতের বেলা অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তিনি সেই হত্যাকাণ্ড স্বীকারও করেন।
advertisement
রচনা, মালওয়ারা গ্রামের বাসিন্দার আগে দুবার বিয়ে হয় এবং তাঁর প্রথম বিবাহ থেকে দুই সন্তান আছে। দ্বিতীয় স্বামীকে ছেড়ে তিনি মাহেবার শিবরাজ যাদবের সঙ্গে থাকতেন। ২০২৩ সালে, তিনি শিবরাজ এবং তাঁর বড় ভাইয়ের বিরুদ্ধে যৌতুক হয়রানি, ধর্ষণ এবং হত্যার চেষ্টা করার অভিযোগে একটি FIR দায়ের করেছিলেন। শিবরাজ জুন মাসে মারা যান, তার পরে রচনা সঞ্জয়কে বিয়ের জন্য চাপ দিতে শুরু করেন। পুলিশ সঞ্জয় এবং সন্দীপকে গ্রেফতার করেছে, যখন প্রদীপ এখনও পলাতক।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Crime News: প্রেমিকাকে কেটে ৭ টুকরো করে বস্তায় ভরে কুয়ো ফেলে দিল প্রাক্তন 'প্রধান', হাড়হিম কাণ্ডে কাঁপছে এলাকা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement