জানা যাচ্ছে, গত ২৫ সেপ্টেম্বর চুরির ঘটনাটি ঘটেছিল। কলকাতা থেকে সেকেন্দ্রাবাদ যাওয়ার পথে বাগনানে ১৬ নং জাতীয় সড়কের ধার থেকে ৪৪ লক্ষ টাকার রেলওয়ের সামগ্রী সহ লরি চুরি হয়ে যায়। এরপর লরি মালিক পুলিশের দ্বারস্থ হন। বাগনান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত।
আরও পড়ুনঃ হাওড়াবাসীর জন্য বড় সুখবর! জলযন্ত্রণার দিন শেষ, ১০০ কোটির প্রকল্পে সিলমোহর, দ্রুত কাজ শুরু
advertisement
পুলিশি তদন্তের ভিত্তিতে হাওড়ার আন্দুল থেকে মোহিত সিং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই আসে সাফল্য! গতকাল লরি সহ ৪৪ লক্ষ টাকার রেলওয়ে সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। চুরি যাওয়ার এক মাসের মধ্যেই লরি ও সামগ্রী উদ্ধার করা হল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা লরি চুরি করার পর লরির রঙ ও নম্বর প্লেট বদল করে দেয়, যাতে পুলিশের নজর এড়ানো যায়। কিন্তু তাতেও শেষরক্ষা হল না! এই ঘটনায় এখনও পর্যন্ত একজন গ্রেফতার হলেও বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
