সেই জন্য প্রাক্তন সৈনিকরা সেই সমস্যা মেটানোর জন্য একটি কার্যালয়ের উদ্বোধন করলেন বীরভূমের কোটাসুরে। এখান থেকেই প্রাক্তন সেনাবাহিনীদের বিভিন্ন রকম অফিশিয়াল কাজ, ব্যক্তিগত বা পারিবারিক কোনো অসুবিধা মেটানো ছাড়াও বিভিন্ন রকম কাজ হবে কোটাসুরের এই অফিস থেকে। জানা যায় আর সেই অফিসে মাঝেমধ্যেই ভিজিটে আসবেন পানাগরের ক্যান্টনমেন্ট থেকে আর্মি অফিসাররা।
advertisement
উল্লেখ্য ময়ূরেশ্বর ও সাঁইথিয়া ব্লক এলাকার প্রায় ১০৮ জনের সদস্য নিয়ে বীরভূম জেলা প্রাক্তন সৈনিক কল্যাণ সমিতির শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়। আর সেখানেই প্রাক্তন সৈনিকদের মধ্য থেকেই ফিতে কেটে নতুন অফিস করে সেই কার্যালয়ের শুভ সূচনা করা হলও। উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সেনাবাহিনীরা সহ তাদের পরিবারের লোকজন ও কোটাসুর এলাকার বিশিষ্টজনেরা।রবিবার জাতীয় পতাকা উত্তোলন ও উদ্বোধনী সংগীত গাওয়ার পাশাপাশি ফিতে কেটে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
ঠিক তারপর একে একে বিশিষ্টজনদের বিভিন্ন মন্তব্যের পাশাপাশি এগোতে থাকে অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠানের পাশাপাশি সকাল থেকে বিকেল পর্যন্ত ব্যবস্থা ছিল হেলথ চেকআপেরও। তবে এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কী কী পরিষেবা মিলবে!পরিষেবা পাওয়া যাবে বা কাদের জন্য নতুন করে এই কার্যালয়ের উন্মোচন করা হল? সে বিষয় নিয়ে জানা যায় যে সমস্ত পরিষেবা পাওয়ার জন্য প্রাক্তন সেনাপতিদের বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হতো এখন এই কার্যালয় এলেই সে সমস্ত সুবিধা মিলবে।
সৌভিক রায়





