অভিনবের বাবা রুপেশ সাউ জানান, ‘আমরা ছেলের সাফল্যে পুরো পরিবার খুশি। অভিনব অনেক পরিশ্রম করেছে। প্রত্যেকদিন চার ঘন্টা করে প্র্যাকটিস করে। কিছুদিন আগে কাজাখস্তানে দুটো গোল্ড মেডেল পেয়েছে’।
advertisement
পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের আড্ডা কলোনির বাসিন্দা অভিনব সাউ। বাবা পেশায় একজন গৃহ শিক্ষক ও রাইফেল শুটিং শেখান। বাবা যেহেতু রাইফেল শুটিং শেখান তাই বাবাই পথ দেখায় অভিনবকে। বাবার দেখানো পথে হেঁটেই একের পর এক সাফল্য আসতে শুরু করেছে অভিনবের। গত ২৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত নয়া দিল্লির কার্নি সিং শুটিং রেঞ্জে আয়োজিত হয়েছিল ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশনের জুনিয়র ওয়ার্ল্ড কাপ। সেখানে ২৯টি দেশের সঙ্গে অভিনব ভারতের হয়ে অংশগ্রহণ করেছিল।
অংশগ্রহণ করে ১০ মিটার এয়ার রাইফেল প্রতিযোগিতায় ব্রোঞ্চ পেয়ে বাড়ি ফিরল অভিনব। তার এই সাফল্যে খুশি সকলেই। এই পদক নিয়ে আন্তর্জাতিক স্তরে ১৫টি পদক এবং জাতীয় স্তরে প্রায় ২০-র বেশি পদক এসেছে তার ঝুলিতে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আগামী নভেম্বর মাসে রয়েছে ন্যাশনাল। সেখানে সাফল্যের জন্য চাতক পাখির মত আসায় বুক বাঁধছে পরিবার পরিজন। তবে এই রাইফেল শুটিং এ একের পর এক সাফল্য এমনি এমনি হাতে আসেনি। তার জন্য তাকে পরিশ্রম করতে হয়েছে কঠোর। সব সময় পাশে থেকেছেন বাবা ও আসানসোল রাইফেল ক্লাব। প্রত্যেকদিন সকাল ১১টা হলেই বাবার সঙ্গে বেরিয়ে পড়েন আসানসোল রাইফেল ক্লাবে শুটিং প্র্যাকটিসে। সেখানে প্রায় চার ঘন্টা প্র্যাকটিস করার পর বাড়ি ফিরে অভিনব। এই কঠোর পরিশ্রমে তাকে আর পিছনে ফিরে তাকাতে দেয়নি।