Tarapith: 'জয় তারা'! আবির্ভাব তিথিতে গর্ভগৃহ থেকে বিশ্রাম মঞ্চে আসেন মা তারা, তারাপীঠের জীবিত কুণ্ডের ইতিহাস জানলে গায়ে কাঁটা দেবে
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Tarapith: আশ্বিনের শুক্লপক্ষের চতুর্দশীর ভোরে তারাপীঠের মূল মন্দিরের গর্ভগৃহ থেকে বিগ্রহ বার করে আনা হয় বিশ্রাম মঞ্চে। জীবিত কুণ্ডের জল দিয়ে স্নান করানো হয় বিগ্রহটি। এরপর পশ্চিম দিকে মুখ করে বসানো হয় মায়ের বিগ্রহ।
বীরভূম, তারাপীঠ, অক্ষয় ধীবর: মা তারার ‘আবির্ভাব তিথি’ উপলক্ষে উৎসবের চেহারা তারাপীঠে। ভোর থেকেই মা তারার আবির্ভাব তিথি ঘিরে উৎসবে মেতে উঠল তারাপীঠবাসী। কথিত আছে, আশ্বিনের শুক্লপক্ষের চতুর্দশীতে ঘটে মা তারার আবির্ভাব। এদিন দেবীকে মন্দিরের গর্ভগৃহ থেকে দর্শনার্থীদের জন্যে নিয়ে আসা হয় বিশ্রাম মঞ্চে।
কথিত আছে, বাংলায় পাল বংশের রাজত্বকালে স্বপ্নে মা তারার নির্দেশ পান জয়দত্ত সওদাগর। তারপর তিনি শুক্লা চতুর্দশী তিথিতে শ্মশান থেকে মা তারার মূর্তি তুলে এনে মন্দিরে প্রতিষ্ঠা করেন। সেই থেকে তিথি উপলক্ষে প্রতি বছর চতুর্দশীর দিনে তারাপীঠে বিশেষ পুজোর আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ আড়াই বছরের শিশুর কাণ্ড বিজ্ঞানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে! কীভাবে এমন সম্ভব? বিরল ঘটনার ব্যাখা পাচ্ছেন না বিশেষজ্ঞরাও
প্রথা অনুযায়ী, সোমবার ভোরে তারাপীঠের মূল মন্দিরের গর্ভগৃহ থেকে বিগ্রহ বার করে আনা হয় বিশ্রাম মঞ্চে। জীবিত কুণ্ডের জল দিয়ে স্নান করানো হয় বিগ্রহটি। এরপর পশ্চিম দিকে মুখ করে বসানো হয় মায়ের বিগ্রহ। ঝাড়খণ্ড সীমানার কাছে মুলুটিতে যে মন্দির রয়েছে, সেই অভিমুখে বসানো হয় তারার মূর্তি। মনে করা হয়, তারা এবং মুলুটির মন্দিরের দেবী সম্পর্কে দুই বোন। এর পর সকালে মঙ্গলারতি করা হয়। দেওয়া হয় শীতল ভোগও।
advertisement
advertisement
সন্ধ্যায় আরতির পর বিগ্রহকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হয় মূল মন্দিরে। সেখানে অভিষেকের পর শুরু হয় ভোগ রান্না। রাতে দেওয়া হয় অন্নভোগ। সন্ধ্যায় গর্ভগৃহে প্রবেশ করানোর পর দেবী রাজরাজেশ্বরী রূপে লক্ষ্মী মূর্তিতে পূজিত হন। যেহেতু তারা মা সিদ্ধ মা তাই তাকেই সব দেবী রূপে পুজো করা হয়। রাতের বিশেষ ভোগে খিচুড়ি, পোলাও, পাঁঠার মাংস, মিষ্টি, পায়েস ও দই নিবেদন করা হবে। উৎসবের ভিড় সামলাতে মন্দির কর্তৃপক্ষ বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে। অন্যদিকে, পুলিশ প্রশাসনের তরফেও কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ খাল দখল করে অবৈধ নির্মাণ! জলমগ্ন দাসপুরের হাসপাতাল, জমা জল রোগ-জীবাণুর আঁতুড়ঘর, আতঙ্কে চিকিৎসকেরা! কী অবস্থা রোগীদের?
কথিত আছে জয়দত্ত নামে এক বণিক দ্বারকা নদীতে নৌকায় চড়ে বাণিজ্য করতে যাচ্ছিলেন। সেই সময় তিনি তারাপীঠে নোঙর করেন। সেখানে সাপের কামড়ে তাঁর পুত্রের মৃত্যু হয়। তারাপীঠে নোঙর করায় বণিকের পরিচারক রান্না করার জন্য একটি শোল মাছ কেটে পাশের পুকুরে ধুতে যান। পুকুরের জলের সংস্পর্শে আসতেই কাটা শোল মাছটি জীবিত হয়ে পুকুরের গভীরে চলে যায়। পরিচারক এই অলৌকিক ঘটনাটি বণিককে জানালে, তিনি সর্পদংশনে মৃত তাঁর পুত্রকে সেই পুকুরের জলে স্নান করান। আশ্চর্যজনকভাবে মৃত পুত্রও বেঁচে ওঠে। এরপর জয় তারা, জয় তারা বলতে থাকেন বণিক। সেই পুকুরটিই পরবর্তীকালে জীবিত কুণ্ড নামে খ্যাত। সেই রাতেই বণিককে স্বপ্ন দেন মা তারা। দিনটি ছিল শুক্লা চতুর্দশী। স্বপ্ন পেয়ে সেই দিনই তারাপীঠে মা তারার পুজো শুরু করেন বণিক জয়দত্ত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Birbhum,West Bengal
First Published :
October 06, 2025 11:26 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tarapith: 'জয় তারা'! আবির্ভাব তিথিতে গর্ভগৃহ থেকে বিশ্রাম মঞ্চে আসেন মা তারা, তারাপীঠের জীবিত কুণ্ডের ইতিহাস জানলে গায়ে কাঁটা দেবে