পুজো শেষ হলেও কাটেনি ছুটির রেশ! ২ দিনের অবসরের সেরা ঠিকানা, প্রিয় মানুষটির সঙ্গে নিভৃতে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে চলে আসুন...
- Published by:Aishwarya Purkait
- local18
- Reported by:Sujit Bhoumik
Last Updated:
Travel Destination: অল্প দিনের ছুটিতে প্রকৃতির কোলে ঘুরে আসার জন্য একটি সেরা ঠিকানা হতে পারে হলদিয়া। এখানে আসলেই দেখতে পাবেন এই শিল্প নগরীটি প্রকৃতির বিচিত্র নিসর্গ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। রূপনারায়ন, হলদি এবং হুগলি - তিন নদীর জল একরকম সাতনরী হারের মতো ঘিরে রেখেছে হলদিয়াকে।
হলদিয়া, পূর্ব মেদিনীপুর, সুজিত ভৌমিক: পুজো শেষ হলেও শেষ হয়নি ছুটির রেশ। আর ছুটি মানেই সময় বের করে একটুখানি অবসর যাপন। কাছেপিঠে কোথায় হোক কিংবা দূরে কোথাও বেড়িয়ে আসা। তবে অল্প দিনের ছুটিতে প্রকৃতির কোলে ঘুরে আসার জন্য একটি সেরা ঠিকানার খোঁজ রইল এই প্রতিবেদনে। উদিত সূর্যের হলদিয়া শিল্প নগরী হয়ে উঠতে পারে সবার কাছে অবসর যাপনের প্রিয় একটি গন্তব্য। ছুটির হাতছানি। সময় করে ঘুরে আসতেই পারেন হলদি তীরের হলদিয়ায়। হলদিয়া এলে সার্কিট ট্যুরিজমের অঙ্গ হিসেবে আশেপাশের অনেকগুলো পর্যটন স্থান ঘুরে দেখার সুযোগ রয়েছে।
যারা জানেন তারা নিয়মিতই আসেন হলদিয়ায়। আসেন হলদি তীরে। আসলেই দেখতে পাবেন এই শিল্প নগরীটি প্রকৃতির বিচিত্র নিসর্গ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানেই বিরাজমান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্যামলিম প্রকৃতি, মাটি-নদী, নদীর জলে জীবনানন্দের কবিতার ছায়াময় উদাসীনতা আর হলদিয়ার মাঠঘাটে বাংলার অপরূপ রূপ।
আরও পড়ুনঃ ‘আসছে বছর আবার হবে’! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, বৃষ্টির মধ্যেই সিঁদুর খেলা, মিষ্টিমুখ! ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
ভ্রমণপিপাসু পর্যটকরা চাইলেই হলদিয়ার উষ্ণ আতিথ্যের পরশ পেতে পারেন। বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত এই বন্দর শহরটির কন্ঠহার রূপনারায়ন এবং হলদির মতো দুই নদীর মিলনস্থল হুগলি নদী। এই তিন নদীর জল একরকম সাতনরী হারের মতো ঘিরে রেখেছে হলদিয়াকে। একইসঙ্গে প্রাকৃতিক ঐশ্বর্য আর শিল্প সম্ভাবনার আশ্চর্য সহাবস্থান এই হলদিয়া।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নদীর পাড়ে দাঁড়িয়ে নৌকা দেখা, জাহাজ দেখা। হলদিয়া ঘুরে মহিষাদল, গেঁওখালি, দিঘা, মান্দারমনিও ঘুরে আসা যাবে। হলদিয়া আসতে চাইলে খুব সহজেই আসা যায়। কলকাতা থেকে বাস বা ট্রেনে চেপে আসা যায়। থাকার জন্যও সরকারি, বেসরকারি অনেক হোটেলই রয়েছে এখানে। খরচও সাধ্যের মধ্যে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
October 04, 2025 11:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুজো শেষ হলেও কাটেনি ছুটির রেশ! ২ দিনের অবসরের সেরা ঠিকানা, প্রিয় মানুষটির সঙ্গে নিভৃতে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে চলে আসুন...