TRENDING:

East Bardhaman News: প্রধান শিক্ষক ছিলেন কবি কুমুদরঞ্জন মল্লিক, ছাত্র ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম! ঘুরে দেখুন এমন গর্বের এক স্কুল

Last Updated:

বর্ধমানের এই বিদ্যালয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে কবি কাজী নজরুল ইসলাম এবং কবি কুমুদরঞ্জন মল্লিকের স্মৃতি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: বর্ধমানের এই বিদ্যালয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে কবি কাজী নজরুল ইসলাম এবং কবি কুমুদরঞ্জন মল্লিকের স্মৃতি। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকে রয়েছে মাথরুন নবীনচন্দ্র বিদ্যায়তন। আর এই বিদ্যালয়েরই প্রধান শিক্ষক ছিলেন কবি কুমুদ রঞ্জন মল্লিক। এছাড়াও কবি কাজী নজরুল ইসলাম বর্ধমানের এই বিদ্যালয়েই পড়াশোনা করেছিলেন বেশ কিছুদিন। কবিদের স্মৃতি আঁকড়ে আজও দাড়িয়ে আছে মঙ্গলকোটের এই বিদ্যালয়টি। ১২৫ বছর আগে, ১৯০০ সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল।
advertisement

১২৫ তম বর্ষ উপলক্ষ্যে এখন বিদ্যালয়ে মহা সমারোহে উদযাপিত হচ্ছে শতোর্ধ রজত জয়ন্তী বর্ষ। একেবারে জাঁকজমকপূর্ণভাবে বিদ্যালয় প্রাঙ্গণে চলছে অনুষ্ঠান। এপ্রিল মাসের ১ তারিখ মঙ্গলবার থেকে এই ১২৫ তম বর্ষ উদযাপন অনুষ্ঠান শুরু হয়েছে, যা চলবে ৩ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত। এই বিদ্যালয় প্রসঙ্গে মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন, এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিলেন কবি কুমুদরঞ্জন মল্লিক এবং ছাত্র ছিলেন কবি কাজী নজরুল ইসলাম। এটা অত্যন্ত গর্বের একটা বিষয়। এই বিদ্যালয় ভাল ভাল শিক্ষক এবং পড়ুয়াদের নিয়ে এগিয়ে চলুক এটাই কামনা করি।

advertisement

আরও পড়ুন: সেলাইয়ের কয়েকটি কাজ জানলেই মালামাল! মাসে মাসে হাজার হাজার টাকা কামাচ্ছেন এই গ্রামের মহিলারা

জানা যায়, ১৯০৭ সাল থেকে ১৯৩৮ সাল পর্যন্ত এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছেন কবি কুমুদরঞ্জন মল্লিক। আর তিনি প্রধান শিক্ষক থাকাকালীন এই বিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কবি কুমুদরঞ্জন মল্লিকের খুবই অনুগত বাধ্য ছাত্র ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তিনি ১৯১১ থেকে ১৯১২ সাল সময়কালে খুবই সুনামের সঙ্গে এই বিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং এই বিষয়টি খুবই ঐতিহ্যপূর্ণ। বিদ্যালয়ের এই শতোর্ধ রজত জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানের প্রথম দিনে ভিড় জমিয়েছিলেন স্থানীয় মানুষ থেকে শুরু করে বহু প্রাক্তন ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মিঠুন টুডু বলেন, ‘বিদ্যালয়ের সঙ্গে আবেগ জড়িয়ে আছে, বিদ্যালয়ে এসে খুবই ভাল লাগছে।’

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

১২৫ বর্ষ উপলক্ষ্যে বিদ্যালয়ের মাঠে বড় স্টেজ করা হয়েছে। যেখানে চলছে নাচ, গান থেকে শুরু করে আরও নানা ধরনের অনুষ্ঠান। শেষ দিনে বিশিষ্ট সঙ্গীত শিল্পীর অনুষ্ঠানও রয়েছে। এছাড়াও বিদ্যালয়ের মধ্যে বেশ কিছু মূর্তি স্থাপনও করা হয়েছে। প্রথম দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা শাসক আয়েশা রাণী, মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঐতিহাসিক নিদর্শন, টেরাকোটার নিদর্শনে ভরপুর দাসপুরের প্রাচীন মন্দিরগুলি, দেখলেই মন ভরবে
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: প্রধান শিক্ষক ছিলেন কবি কুমুদরঞ্জন মল্লিক, ছাত্র ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম! ঘুরে দেখুন এমন গর্বের এক স্কুল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল