বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কথায়, কাটোয়া এক ব্লকের বিডিও ইন্দ্রজিৎ মারিকের উদ্যোগে এবছর বিজ্ঞান প্রদর্শনী অনেক বড় করে আয়োজিত হয়েছিল। প্রতিযোগীতায় অংশগ্রহণকারী পড়ুয়াদের জন্য পুরস্কারের ব্যবস্থাও করেছিলেন তিনি। কাটোয়া এক ব্লকের বিডিও ইন্দ্রজিৎ মারিক জানিয়েছেন, “আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্ম এইভাবেই এগিয়ে যাবে। পড়ুয়ারা আরও অনেক কিছু শিখতে পারবে।”
আরও পড়ুন: ‘ব্লাড সুগার’ নিয়ন্ত্রণে নতুন দিশা! চাষির ছেলের গবেষণায় বিরাট সাফল্য…আগামীর ভরসা কি ‘হ্যোমিওপ্যাথি’?
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শুক্রবার দেখা যায় যে পড়ুয়ারাও বিভিন্ন ধরনের মডেল বানিয়ে নিয়ে এসেছিল। এক একটা মডেল ছিল ভিন্ন ধরনের। অল্প বয়সী এই পড়ুয়াদের চিন্তাভাবনা ছিল একেবারে অভিনব। তাদের মধ্যেও এই বিজ্ঞান প্রদর্শনী প্রতিযোগিতায় এক আলাদা উত্তেজনা লক্ষ্য করা যায়। পড়ুয়া মৃন্ময় ঘোষ জানিয়েছে, “খুবই ভাল লাগছে, এইরকম বিজ্ঞান প্রদর্শনী হলে আমাদের মধ্যেও বিজ্ঞান চেতনা বাড়বে।”
শুক্রবার এই বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার মহকুমা শাসক অহিংসা জৈন। তিনিও পড়ুয়াদের তৈরি বিভিন্ন মডেল দেখে আপ্লুত হয়ে ওঠেন। তার কথায়, সরকারি স্কুলগুলিতে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হলে পড়ুয়াদের আরও আগ্রহ বৃদ্ধি পাবে। সবমিলিয়ে বিজ্ঞান দিবসকে সামনে রেখে বিজ্ঞান প্রদর্শনীর এহেন চিন্তাভাবনা সত্যিই প্রশংসনীয়।
বনোয়ারীলাল চৌধুরী





