জলপ্রকল্পে মেরামতির কাজ করার জন্য ডায়মন্ডহারবার পৌরসভাকে ধন্যবাদ জানিয়েছেন তারা। ২০১৫ সালে ডায়মন্ডহারবারে পানীয় জলের সমস্যা দূর করতে এই জলপ্রকল্প তৈরী করা হয়। মূলত গঙ্গার জল পরিশোধন করে তা পুর এলাকার বাড়িতে বাড়িতে পৌছে দেওয়া হয় এই জলপ্রকল্পের মাধ্যমে। এই জলপ্রকল্প তৈরী হওয়ায় ডায়মন্ডহারবারে পানীয় জলের সমস্যা অনেককাই দূরীভূত হয়েছিল। সেই জলপ্রকল্পে মেরামতির কাজের জন্য জলসরবরাহ বন্ধ করা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ বেহাল রায়দিঘী রোড! সারানোর দাবিতে আন্দোলন
সাধারণ মানুষজনের যাতে জলের কোনো সমস্যা না হয় সেজন্য আগেই জলের রিজার্ভার গুলিতে জল তুলে রাখা হয়েছিল। এছাড়াও ডায়মন্ডহারবার পৌরসভার পক্ষ থেকে পানীয় জলের গাড়ির ও বন্দোবস্ত করা হয়েছে। পৌরসভার পক্ষ থেকে এই বিষয় নিয়ে সাধারণ মানুষজনের মধ্যে প্রচারও করা হয়েছে।
আরও পড়ুনঃ বাড়ি খালি! সুযোগ বুঝে লকার ভেঙে প্রচুর গয়না ও নগদ টাকা লুঠ
এই জলপ্রকল্পের মেরামতির কাজ নিয়ে ডায়মন্ডহারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস জানান মূলত জলপ্রকল্পের মেরামতির কাজের জন্য এই জল সরবরাহ বন্ধ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে সবকিছু স্বাভাবিক হবে। জলপ্রকল্পে পাইপলাইনের রক্ষনাবেক্ষেণ, জীবাণুমুক্তকরণ ও পাইপলাইন পরিষ্কার করার কাজ চলার জন্য এই জলসরবরাহ বন্ধ রাখা হয়েছে। এলাকার মানুষজন সহযোগিতা করলে ডায়মন্ডহারবার পৌরসভা তাদেরকে আরও ভালো পরিষেবা দিতে পারবে বলে জানিয়েছেন তিনি।
Nawab Mallick





