South 24 Parganas: বেহাল রায়দিঘী রোড! সারানোর দাবিতে আন্দোলন
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
রায়দিঘী রোড়ের বেহাল দশা, আর যার জেরে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রায়দিঘী থেকে খাঁড়াপাড়া পর্যন্ত দীর্ঘ প্রায় ৭ কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে সারানো হচ্ছেনা বলে অভিযোগ স্থানীয়দের।
#রায়দিঘী : রায়দিঘী রোড়ের বেহাল দশা, আর যার জেরে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রায়দিঘী থেকে খাঁড়াপাড়া পর্যন্ত দীর্ঘ প্রায় ৭ কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে সারানো হচ্ছেনা বলে অভিযোগ স্থানীয়দের। দীর্ঘদিন রাস্তা না সারানোয় অসুবিধার সম্মুখীন হচ্ছেন তাঁরা। রায়দিঘীর মানুষজনের কাছে যাতায়াতের প্রধান রাস্তা এই রায়দিঘী রোড। বর্তমানে এই রাস্তার অবস্থা এতটাই সঙ্গীন যে নিত্যদিন দূর্ঘটনা লেগেই থাকে। রাস্তার মাঝে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। বর্ষায় সেই গর্তে জল জমে রাস্তার অবস্থা আরও বেহাল হয়ে ওঠে। দীর্ঘদিন প্রশাসনের কর্তাব্যক্তিদের কাছে বলেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
শুধুমাত্র রায়দিঘী রোড নয় রায়দিঘী বিধানসভার আরও একাধিক রাস্তা বেহাল বলে দাবি তাদের। রায়দিঘী সেতু থেকে ঢাকির মুখ ভায়া জটার দেউল পর্যন্ত প্রায় ১০ কিমি, রায়দিঘী সেতু থেকে দমকল খেয়া ঘাট পর্যন্ত প্রায় ১৬ কিমি, কোম্পানীর ঠেক থেকে আটেশ্বর তলা পর্যন্ত প্রায় ৮ কিমি এবং কৌতলা অঞ্চলের বামুনেরচক থেকে ভায়া ঘোড়াদল শংকরপুর সাতপুকুর স্লুইস গেট পর্যন্ত প্রায় ৮ কিমি রাস্তা খারাপ বলে দাবি স্থানীয়দের।
advertisement
আরও পড়ুনঃ বাড়ি খালি! সুযোগ বুঝে লকার ভেঙে প্রচুর গয়না ও নগদ টাকা লুঠ
রায়দিঘী বিধানসভার একাধিক রাস্তা খারাপ থাকায় অসুবিধার সম্মুখীন হন স্থানীয়রা। গুরুতর অসুস্থ রোগীদের ডায়মন্ডহারবার মহাকুমা হসপিটালে নিয়ে যাওয়ার জন্য এই রায়দিঘী রোড ব্যবহার করতে হয়। সাধারণ মানুষজন একপ্রকার জীবন হাতে করে যাতায়াত করেন। স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে গর্ভবতী এবং প্রসুতী মায়েদের এই রাস্তা দিয়ে যাতায়াত করতে খুবই অসুবিধা হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ চলছে জলপ্রকল্পে মেরামতি, ডায়মন্ডহারবারে বন্ধ থাকবে জলসরবরাহ
স্থানীয়দের এই সমস্ত সমস্যা দূর করতে এবং বেহাল রাস্তাগুলি দ্রুত সংস্কারের দাবিতে বুধবার রায়দিঘীতে আন্দোলনে নামে এসইউসিআই কর্মীরা। আর যার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচলের সমস্যা সৃষ্টি হয় রায়দিঘীতে। পরে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ তুলে নেয় তারা। রাস্তা দ্রুত সংস্কার না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ও দিয়েছে তারা।
advertisement
Nawab Mallick
view commentsLocation :
First Published :
September 07, 2022 7:20 PM IST

