গত কয়েকদিন হলো সরকারি টাকায় ঘর তৈরির কাজ শেষ হয়েছে। এখনো পর্যন্ত ছাদের চিলেকোঠার দরজা বসানো সম্ভব হয়নি। ঐদিন রাত্রিতে স্ত্রী যখন একা ঘরের মধ্যে শুয়ে ছিলেন আনুমানিক রাত্রি আটটা নাগাদ চিলেকোঠা দিয়ে এক যুবক ঘরের মধ্যে আসে। মহিলা তখন জেগেই আছেন। যুবককে দেখে মহিলা চিৎকার করলে ওই যুবক হাতে থাকা ভেজালি নিয়ে মশারির উপর দিয়ে মহিলাকে কোপাতে থাকে এবং মহিলার কাছে বাইরের গেটের চাবি চায়, কিন্তু চাবি না দিয়ে ওই মহিলা রক্তাক্ত অবস্থায় চিৎকার করতে থাকেন, মহিলা চিৎকারে আশেপাশের লোকজন বেরিয়ে পড়ে বেগতিক বুঝে ওই যুবক সেখান থেকে চম্পট দেয়।
advertisement
আরও পড়ুন : Purulia News:মাধ্যমিকে ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন, রইল সাল ও তারিখ মনে রাখার ফর্মুলা
এলাকার লোকজন বাড়িতে ঢুকে রক্তাক্ত অবস্থায় মহিলাকে স্থানীয় ডাক্তারের চেম্বারে নিয়ে যান,খবর দেওয়া হয় ঢোলাহাট থানায় সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে এসে ওই মহিলাকে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে দেয়। বর্তমানে ওই মহিলা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।তদন্ত শুরু করেছেন ঢোলাহাট থানার পুলিশ।
সুমন সাহা