Purulia News:মাধ্যমিকে ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন, রইল সাল ও তারিখ মনে রাখার ফর্মুলা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
পড়ুয়াদের শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন দিলেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ইতিহাস বিভাগের শিক্ষক শ্যামল মণ্ডল
পুরুলিয়া: ছাত্র-ছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। মাধ্যমিকে ভাল নম্বর পাওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের মধ্যে চলে চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা। নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করেন ছাত্র-ছাত্রীরা। আর ক'দিন পরই মাধ্যমিক পরীক্ষা। পড়ুয়াদের শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন দিলেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ইতিহাস বিভাগের শিক্ষক শ্যামল মণ্ডল।
শ্যামল মণ্ডল প্রথমেই ছাত্র-ছাত্রীদের বলেন, মাথা ঠাণ্ডা রেখে বারবার রিভিশন করতে হবে।প্রতিটি প্রশ্নের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে রেখে উত্তর দিতে হবে। যদি সময়সীমার উপর নিয়ন্ত্রণ না থাকে সেক্ষেত্রে সম্পূর্ণ প্রশ্নপত্রের উত্তর দিতে পারবে না ছাত্র-ছাত্রীরা। ৪ নম্বরের প্রশ্নের জন্য বরাদ্দ ৮ মিনিট।
ইতিহাসে সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায় সাল ও তারিখ মনে রাখা। এ'বিষয়েও দুর্দান্ত টিপস দিয়েছেন তিনি।
advertisement
advertisement
তিনি বলছেন , সাল ও তারিখ মনে রাখতে গেলে ধারাবাহিকভাবে প্রতিটি চ্যাপ্টার অনুশীলন করতে হবে। প্রত্যেকটি সাল ও তারিখ লিখে , লিখে মনে রাখতে হবে। সমস্ত সাল ও তারিখ মনে রাখার প্রয়োজন নেই। যেগুলি ভীষণভাবে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তার সাল ও তারিখ মনে রাখলেই হবে। এই টিপসগুলোর পাশাপাশি অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, '' অযথা ছাত্র-ছাত্রীদের মাথায় প্রেশার দেবেন না। অনেক ক্ষেত্রে পারিবারিক চাপের কারণে ছাত্র-ছাত্রীরা মনোনিবেশ করতে পারেনা।''
advertisement
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 11, 2023 7:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News:মাধ্যমিকে ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন, রইল সাল ও তারিখ মনে রাখার ফর্মুলা