এই প্রাথমিক বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক দীপঙ্করবাবু জানান, "এখন প্রতিটা কাজের ক্ষেত্রেই কম্পিউটার জানা খুব জরুরী সেই কারণেই পুঁথিগত শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের কম্পিউটার জানাটাও গুরুত্বপূর্ণ্য হয়ে দাঁড়িয়েছে।সেই জায়গায় দাঁড়িয়ে যদি প্রাথমিক স্তর থেকেই ছাত্র-ছাত্রীদের সামান্য জ্ঞান কম্পিউটার সম্বন্ধে অর্জন করানো যায় তাহলে তাদের খুব সুবিধা হবে।" মূলত সেই কথা মাথায় রেখে কোন রকম সরকারি সাহায্য ছাড়া শিক্ষকদের উদ্যোগেই প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: সরকারি চাকরি দেওয়ার নামে টাকা নেওয়া! প্রতারণার শিকার বহু!
আরও পড়ুন : খারাপ আবহাওয়ার জেরে সাগরে বন্ধ হয়ে গেল ভেসেল পরিষেবা
প্রথম থেকে কম্পিউটারের জ্ঞান পাওয়াতে খুশি ছাত্র-ছাত্রীরা। এক পড়ুয়া বলে, "আমরা স্কুলের পরে টিউশনি পড়তে যায় সেখানে অন্য স্কুলে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে কিন্তু আমাদের বন্ধুরা বলে আমাদের স্কুলে কম্পিউটার নেই সেই জায়গা থেকে আমাদের স্কুলে কম্পিউটার আছে। ছোট থেকে কম্পিউটার শিখতে পাড়াতে আমরা খুব আনন্দিত আগামী দিনে আমাদের যুগের তালে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার অপরিসীম। আমরা খুব মজা পাচ্ছি।" স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে অভিভাবক । এক অভিভাবক বিজয় মন্ডল আমাদেরকে জানান, "প্রাথমিক স্তর থেকেই যদি ছাত্রছাত্রীরা কম্পিউটার সম্পর্কে কিছুটা জ্ঞান অর্জন করতে পারে তাহলে আগামী দিনে তাদের অনেকটাই সুবিধা হবে। পাশাপাশি তিনি এরকম একটি উদ্যোগ গ্রহণ করার জন্য স্কুলের শিক্ষকদের ধন্যবাদ জানিয়েছেন।" শ্রীকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ের এই উদ্যোগ আগামী দিনে পথ দেখাবে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার পড়ুয়াদের।
সুমন সাহা





