South 24 Parganas News: সরকারি চাকরি দেওয়ার নামে টাকা নেওয়া! প্রতারণার শিকার বহু!

Last Updated:

South 24 Parganas News: হোমিওপ্যাথি চিকিৎসার আড়ালে সরকারি চাকরি দেবার নাম করে প্রতারণার অভিযোগে বৈকন্ঠপুর এলাকায়! বাবা ও ছেলের কীর্তি ফাঁস!

গ্রেফতার আরও এক
গ্রেফতার আরও এক
#সোনারপুর : গত ১৭ ই অগাস্ট হোমিওপ্যাথি চিকিৎসার আড়ালে সরকারি চাকরি দেবার নাম করে প্রতারণার অভিযোগে বৈকন্ঠপুর এলাকা থেকে বাবা ও ছেলেকে গ্রেফতার করে পুলিশ! দু'জনকে পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতার আরও এক। ধৃতের কাছে থেকে উদ্ধার,সরকারি নথি ও অশোকস্তম্ভ জাল করার ঘটনায় সোনারপুর থেকে গ্রেফতার এক।ধৃতের নাম জয়ন্ত ভট্টাচার্য। তাকে শুক্রবার রাতে সোনারপুর তেঘরিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি সোনারপুর যে ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা উত্তম মুখার্জি যিনি একজন হোমিও চিকিৎসক ও তার ছেলে অর্ণব মুখার্জি অর্থাৎ একজন চিকিৎসক এভাবে চিকিৎসার আড়াল রেখে সরকারি চাকরি দেওয়ার নাম করে এলাকার বেকার শিক্ষিত যুবক যুবতীদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা তোলে বলে অভিযোগ আছে তার বিরুদ্ধে।
এ বিষয়ে এক যুবক  জানান আমরা বেকার সাধারণত একটা সরকারি চাকরি পেলে আমার পরিবারটি অনেকটাই উন্নতি হবে।পাশাপাশি উনি যে একজন প্রতারক আমরা বুঝতে পারিনি। তবে আমরা চাকরি না পেয়ে বুঝতে পারি আমরা প্রতারিত হয়েছি তাই আমরা সোনারপুর থানায় অভিযোগ দায়ের করিএরপর সোনাপুর থানা পুলিশ প্রথমে দু'জনকে গ্রেফতার করে আজ আরো একজনকে গ্রেফতার করেছে বলে জানতে পেরেছি।
advertisement
advertisement
ধৃত জয়ন্ত ভট্টাচার্য তিনি বোসপুকুর এলাকায় সাইবার ক্যাফে চালাত বলে জানা গিয়েছে। তল্লাশি চালিয়ে আবার নতুন করে নগদ ৪৮ হাজার টাকা, প্রিন্টার, কম্পিউটার, স্ট্যাম্প, নানান সরকারি নথি উদ্ধার ও সেগুলি সোনারপুর থানার পুলিশ বাজেয়াপ্ত করেছে । সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রতারণার ঘটনায় ১৭ই অগাস্ট বৈকুন্ঠপুর এলাকা থেকে চিকিৎসক উত্তম মুখার্জি ও তার ছেলে অর্ণব মুখার্জি কে গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে জয়ন্ত ভট্টাচার্যর হদিস পাওয়া যায় বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে। ধৃতকে আজ বারুইপুর মহাকুমা আদালতে তোলা হবে।
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: সরকারি চাকরি দেওয়ার নামে টাকা নেওয়া! প্রতারণার শিকার বহু!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement