স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ধান ঝাড়াই করার পর মোটর ভ্যান বোঝাই করে বাড়ি ফিরছিলেন নাসিমা বিবি। ফেরার পথে দোস্তুরা মধ্যপাড়ার কালভার্টে মোটরভ্যান উঠলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে কালভার্টটি। ঘটনায় মোটরভ্যান-সহ কালভার্টের তলায় চাপা পড়ে বেশ কয়েকজন। পরে স্থানীয় বাসিন্দারা কালভার্টে চাপা পড়ে থাকা ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় বানেশ্বরপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকেরা নাসিমা বিবিকে মৃত বলে জানায়।
advertisement
আরও পড়ুন: চাকরি দেওয়ার নামে তোলা লক্ষ লক্ষ টাকা ফেরাচ্ছেন ইনি, কীভাবে ফেরত? ঘটনা শুনে সকলের চোখ কপালে
পাশাপাশি ঘটনায় আহত ৫ জনকে ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার জেরে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে ভিড় জমান এলাকার বাসিন্দারা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উস্থি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে মৃত নাসিমা বিবির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ডহারবার পুলিশ মর্গে পাঠানো হয়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দোস্তুরা মধ্যপাড়া এলাকার কালভার্টটি বিপদজনক অবস্থায় ছিল। কালভার্ট সারাইয়ের জন্য একাধিকবার স্থানীয় পঞ্চায়েতকে জানিও কোনও কাজ হয়নি।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোকা কি বাংলায় আছড়ে পড়তে পারে? ঝড়ের গতিপথ কোনদিকে? রাজ্যে ঝড়-বৃষ্টির বড় খবর!
যার জেরে বুধবার কালভার্টের উপর দিয়ে মোটরভ্যান যাওয়াতে এই দুর্ঘটনা ঘটে। অবশ্য এই ঘটনায় স্থানীয় পঞ্চায়েতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। দীর্ঘদিন ধরে দুর্বল কালভার্ট মেরামতের দাবি জানানো সত্ত্বেও কেন তা মেরামত করা হল না? যার ফলে একটি তরতাজা প্রাণ ঝরে গেল। ভেঙে পড়া কালভার্টটি যাতে দ্রুত নির্মাণ করা যায় সে বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।
আনিশ উদ্দিন মোল্লা