পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আর এই অবস্থায় আগে থেকে সতর্ক নবান্ন। ঝড়ের আশঙ্কা তৈরি হতেই বৈঠকে বসেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। নবান্নে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে একটি বৈঠক করেন মুখ্যসচিব। ওই বৈঠকে ঝড় নিয়ে উপকূলবর্তী জেলাকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। (প্রতীকী ছবি)
বঙ্গোপসাগরে প্রাথমিকভাবে উত্তরমুখী হলেও ঘূর্ণিঝড় মোকা কোন দিকে? তার পথ কি হবে? কোথায় ল্যান্ডফল হবে! এ সম্পর্কে এখনও আলোকপাত করেনি ভারতের মৌসম ভবন। তবে আমেরিকা ও ইউরোপের বিভিন্ন সংস্থার দাবি মে মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে যে সাইক্লোন। তার অভিমুখ হবে বাংলাদেশ ও মায়ানমার উপকূল। (প্রতীকী ছবি)