Indian Railways: ভোটের মুখে শুধু বন্দে ভারত নয়, অমৃত ভারত-সহ একগুচ্ছ ট্রেন পাচ্ছে বাংলা! রইল তালিকা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Indian Railways: ভোটের মুখে থাকা পশ্চিমবঙ্গ এবং অসম পেতে চলেছে ১১টি নতুন ট্রেন, যার মধ্যে আছে বন্দে ভারত স্লিপার এবং বেশ কয়েকটি অমৃত ভারত এক্সপ্রেস।
advertisement
বন্দে ভারত এক্সপ্রেস:গত সপ্তাহে রেল বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মাসের শেষে গুয়াহাটি আর কলকাতার মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন। রেলমন্ত্রী বলেন, “পরিষেবা আগামী ১৫-২০ দিনের মধ্যে চালু হবে, সম্ভবত জানুয়ারি ১৮ বা ১৯ তারিখে। আমি আগামী ২-৩ দিনের মধ্যে সঠিক তারিখ জানিয়ে দেব।”১৬-কোচের এই ট্রেনে থাকবে ১১টা Third AC coach, ৪টা Second AC coach আর ১টা First AC coach। যাত্রী ধারণক্ষমতা ৮২৩, স্পিড ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা। তবে, এই ট্রেন ১২০-১৩০ কিমি প্রতি ঘণ্টা গতিতে চলবে দুই শহরের মধ্যে, অসম আর পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ জেলাগুলিকে সংযুক্ত করবে।
advertisement
অমৃত ভারত ট্রেন:একটি ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নতুন অমৃত ভারত এক্সপ্রেস নীচের রুটগুলিতে চালু হবে:New Jalpaiguri-TiruchirappalliSMVT Bengaluru-AlipurduarAlipurduar-PanvelDibrugarh-Gomti Nagar (Lucknow)Kamakhya-RohtakHowrah-Delhi (Anand Vihar Terminal)Sealdah-BanarasNew Jalpaiguri-NagercoilExpress Trains
advertisement







