Indian Railways: ভোটের মুখে শুধু বন্দে ভারত নয়, অমৃত ভারত-সহ একগুচ্ছ ট্রেন পাচ্ছে বাংলা! রইল তালিকা

Last Updated:
Indian Railways: ভোটের মুখে থাকা পশ্চিমবঙ্গ এবং অসম পেতে চলেছে ১১টি নতুন ট্রেন, যার মধ্যে আছে বন্দে ভারত স্লিপার এবং বেশ কয়েকটি অমৃত ভারত এক্সপ্রেস।
1/4
ভোটের মুখে থাকা পশ্চিমবঙ্গ এবং অসম পেতে চলেছে ১১টি নতুন ট্রেন, যার মধ্যে আছে বন্দে ভারত স্লিপার এবং বেশ কয়েকটি অমৃত ভারত এক্সপ্রেস।
ভোটের মুখে থাকা পশ্চিমবঙ্গ এবং অসম পেতে চলেছে ১১টি নতুন ট্রেন, যার মধ্যে আছে বন্দে ভারত স্লিপার এবং বেশ কয়েকটি অমৃত ভারত এক্সপ্রেস।
advertisement
2/4
বন্দে ভারত এক্সপ্রেস:গত সপ্তাহে রেল বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মাসের শেষে গুয়াহাটি আর কলকাতার মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন। রেলমন্ত্রী বলেন, “পরিষেবা আগামী ১৫-২০ দিনের মধ্যে চালু হবে, সম্ভবত জানুয়ারি ১৮ বা ১৯ তারিখে। আমি আগামী ২-৩ দিনের মধ্যে সঠিক তারিখ জানিয়ে দেব।” 

১৬-কোচের এই ট্রেনে থাকবে ১১টা Third AC coach, ৪টা Second AC coach আর ১টা First AC coach। যাত্রী ধারণক্ষমতা ৮২৩, স্পিড ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা। তবে, এই ট্রেন ১২০-১৩০ কিমি প্রতি ঘণ্টা গতিতে চলবে দুই শহরের মধ্যে, অসম আর পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ জেলাগুলিকে সংযুক্ত করবে।
বন্দে ভারত এক্সপ্রেস:গত সপ্তাহে রেল বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মাসের শেষে গুয়াহাটি আর কলকাতার মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন। রেলমন্ত্রী বলেন, “পরিষেবা আগামী ১৫-২০ দিনের মধ্যে চালু হবে, সম্ভবত জানুয়ারি ১৮ বা ১৯ তারিখে। আমি আগামী ২-৩ দিনের মধ্যে সঠিক তারিখ জানিয়ে দেব।”১৬-কোচের এই ট্রেনে থাকবে ১১টা Third AC coach, ৪টা Second AC coach আর ১টা First AC coach। যাত্রী ধারণক্ষমতা ৮২৩, স্পিড ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা। তবে, এই ট্রেন ১২০-১৩০ কিমি প্রতি ঘণ্টা গতিতে চলবে দুই শহরের মধ্যে, অসম আর পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ জেলাগুলিকে সংযুক্ত করবে।
advertisement
3/4
অমৃত ভারত ট্রেন:একটি ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নতুন অমৃত ভারত এক্সপ্রেস নীচের রুটগুলিতে চালু হবে:

New Jalpaiguri-Tiruchirappalli
SMVT Bengaluru-Alipurduar
Alipurduar-Panvel
Dibrugarh-Gomti Nagar (Lucknow)
Kamakhya-Rohtak
Howrah-Delhi (Anand Vihar Terminal)
Sealdah-Banaras
New Jalpaiguri-Nagercoil
Express Trains
অমৃত ভারত ট্রেন:একটি ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নতুন অমৃত ভারত এক্সপ্রেস নীচের রুটগুলিতে চালু হবে:New Jalpaiguri-TiruchirappalliSMVT Bengaluru-AlipurduarAlipurduar-PanvelDibrugarh-Gomti Nagar (Lucknow)Kamakhya-RohtakHowrah-Delhi (Anand Vihar Terminal)Sealdah-BanarasNew Jalpaiguri-NagercoilExpress Trains
advertisement
4/4
এছাড়াও, উত্তরবঙ্গ এবং কর্নাটকের মধ্যে যোগাযোগ বাড়াতে ২টো নতুন এক্সপ্রেস ট্রেন চালু হবে। সংবাদমাধ্যম অনুযায়ী, এই ট্রেনগুলো নিচের রুটে চলবে:

SMVT Bengaluru-Balurghat Express

SMVT Bengaluru-Radhikapur Express
এছাড়াও, উত্তরবঙ্গ এবং কর্নাটকের মধ্যে যোগাযোগ বাড়াতে ২টো নতুন এক্সপ্রেস ট্রেন চালু হবে।সংবাদমাধ্যম অনুযায়ী, এই ট্রেনগুলো নিচের রুটে চলবে:SMVT Bengaluru-Balurghat ExpressSMVT Bengaluru-Radhikapur Express
advertisement
advertisement
advertisement