Jalpaiguri News: জলপাইগুড়ি পুলিশের বিরাট অ্যাকশন, ফিল্মি কায়দায় পিছু ধাওয়া! গ্রেফতার ৩ মহিলা-সহ ৫, উদ্ধার লক্ষ লক্ষ টাকার মাদক
- Published by:Madhab Das
- local18
Last Updated:
Jalpaiguri News: ভিন জেলা থেকে মাদক বিক্রি করতে এসে গ্রেফতার হলেন তিন মহিলা-সহ পাঁচ মাদক কারবারি। শনিবার রাতে এমন ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে। রীতিমতো ফিল্মি কায়দায় ওই সকল মাদক কারবারিদের পিছু ধাওয়া করে তাদের গ্রেফতার করার ঘটনা জলপাইগুড়ি পুলিশের বড়সড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।
শান্তনু কর, জলপাইগুড়ি: ভিন জেলা থেকে মাদক বিক্রি করতে এসে গ্রেফতার হলেন তিন মহিলা-সহ পাঁচ মাদক কারবারি। শনিবার রাতে এমন ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে। রীতিমতো ফিল্মি কায়দায় ওই সকল মাদক কারবারিদের পিছু ধাওয়া করে তাদের গ্রেফতার করার ঘটনা জলপাইগুড়ি পুলিশের বড়সড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সূত্রে যা জানা গিয়েছে, তাতে ধৃতদের মধ্যে দু’জন মালদহের ইসলামপুরের বাসিন্দা এবং বাকি তিনজন জলপাইগুড়ির বাসিন্দা। মালদহের ইসলামপুর থেকে বাসে চড়ে জলপাইগুড়িতে ব্রাউন সুগার আনা হয় এবং সেই ব্রাউন সুগার জলপাইগুড়িতে হাত বদল করার পরিকল্পনা ছিল। তবে হাত বদলের আগেই জলপাইগুড়ি পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপের সদস্যরা তাদের বাগে আনতে সফল হন।
advertisement
আরও পড়ুন: শীতের রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড শ্যামনগরে! পুড়ে ছাই আস্ত বাস-দোকান, কারণ খতিয়ে দেখছে পুলিশ-দমকল বাহিনী
advertisement
জলপাইগুড়ি পুলিশের কাছে শনিবার বিকালে গোপন সূত্রে খবর আসে এমন মাদক হাত বদল করার বিষয়টি। এরপরই তাদের তরফ থেকে অভিযানে নামানো হয় স্পেশ্যাল অপারেশন গ্রুপের সদস্যদের। অভিযানে নেমে মাদক কারবারীদের পিছন ধাওয়া করে পুলিশ এবং তাদের শেষমেষ ব্রাউন সুগার-সহ গ্রেফতার করতে সক্ষম হয় জলপাইগুড়ি গভর্মেন্ট মেডিক্যাল কলেজের সামনে।
advertisement
আরও পড়ুন: জুনিয়র মিস ইন্ডিয়া মঞ্চে মালদহের জয়জয়কার! বাংলার সংস্কৃতিকে ফোকাস, খেতাব জয় ১০ বছরের মধুপর্নার
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে তিনজন মহিলা রয়েছেন। পাঁচজনের এই টিমে দু’জন আবার নাবালক। তাদের থেকে ১০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক ২০ লক্ষ টাকা। এমন ঘটনায় রবিবার তাদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে বলে জানিয়েছেন জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার শৌভিনিক মুখোপাধ্যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
Jan 10, 2026 11:26 PM IST










