Junior Miss India: জুনিয়র মিস ইন্ডিয়া মঞ্চে মালদহের জয়জয়কার! বাংলার সংস্কৃতিকে ফোকাস, খেতাব জয় ১০ বছরের মধুপর্নার
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Junior Miss India: বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতিকে ফোকাস করে জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় দ্বিতীয় হয়ে ফার্স্ট রানার আপ খেতাব জয় করল মালদহের খুদে মধুপর্না। পাশাপাশি সেখানে সোশ্যাল মিডিয়া স্টারের শিরোপা দেওয়া হয়ে তাঁকে। তাঁর এমন সাফল্যে খুশির হাওয়া দেখা দিয়েছে পরিবার-সহ জেলা জুড়ে।
advertisement
advertisement
advertisement
advertisement
ইন্ট্রোডাকশন, কালচার, ট্যালেন্ট, ওয়াক ইত্যাদি পর্যায়ে সৌন্দর্য বিবেচনার পর মিস ইন্ডিয়া হিসেবে নির্বাচিত হন অংশগ্রহণকারী প্রতিযোগীরা। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হিসেবে মিস ইন্ডিয়া পুরস্কার তুলে দেওয়া হয়। যেখানে বাংলার ঐতিহ্যবাহী ছিন্নমস্তা কালী মুখোশ সেজে র‍্যাম্পে হেঁটে দ্বিতীয় হয় মালদহের মধুপর্না সিদ্ধান্ত।
advertisement
advertisement









