Junior Miss India: জুনিয়র মিস ইন্ডিয়া মঞ্চে মালদহের জয়জয়কার! বাংলার সংস্কৃতিকে ফোকাস, খেতাব জয় ১০ বছরের মধুপর্নার

Last Updated:
Junior Miss India: বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতিকে ফোকাস করে জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় দ্বিতীয় হয়ে ফার্স্ট রানার আপ খেতাব জয় করল মালদহের খুদে মধুপর্না। পাশাপাশি সেখানে সোশ্যাল মিডিয়া স্টারের শিরোপা দেওয়া হয়ে তাঁকে। তাঁর এমন সাফল্যে খুশির হাওয়া দেখা দিয়েছে পরিবার-সহ জেলা জুড়ে।
1/7
বাংলার ঐতিহ্য তুলে ধরে জাতীয় মঞ্চে ভারত সুন্দরী মালদহের খুদে মধুপর্না। মাত্র ১০ বছর বয়সে জাতীয় স্তরের জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় খেতাব জয় ১০ বছর বয়সী মধুপর্না সিদ্ধান্তের। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলার ঐতিহ্য তুলে ধরে জাতীয় মঞ্চে ভারত সুন্দরী মালদহের খুদে মধুপর্না। মাত্র ১০ বছর বয়সে জাতীয় স্তরের জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় খেতাব জয় ১০ বছর বয়সী মধুপর্না সিদ্ধান্তের। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/7
বাংলার ঐতিহ্যবাহী ছিন্নমস্তা কালী মুখোশ সেজে জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় দ্বিতীয় হয়ে ফার্স্ট রানার আপ খেতাব জয় করল মালদহের খুদে মধুপর্না। পাশাপাশি সেখানে সোশ্যাল মিডিয়া স্টারের শিরোপা দেওয়া হয়ে তাঁকে। তাঁর এমন সাফল্যে খুশির হাওয়া দেখা দিয়েছে পরিবার-সহ জেলা জুড়ে।
বাংলার ঐতিহ্যবাহী ছিন্নমস্তা কালী মুখোশ সেজে জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় দ্বিতীয় হয়ে ফার্স্ট রানার আপ খেতাব জয় করল মালদহের খুদে মধুপর্না। পাশাপাশি সেখানে সোশ্যাল মিডিয়া স্টারের শিরোপা দেওয়া হয়ে তাঁকে। তাঁর এমন সাফল্যে খুশির হাওয়া দেখা দিয়েছে পরিবার-সহ জেলা জুড়ে।
advertisement
3/7
কলকাতায় রাজ্য স্তরের প্রতিযোগিতামূলক একটি অনুষ্ঠানে অডিশনের পর জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় সুযোগ হয় মধুপর্নার। এরপর রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত হয় মিস ইন্ডিয়া প্রতিযোগিতা। যেখানে অনূর্ধ্ব ১০ বিভাগে অংশ নেয় মালদহের মধুপর্না সিদ্ধান্ত।
কলকাতায় রাজ্য স্তরের প্রতিযোগিতামূলক একটি অনুষ্ঠানে অডিশনের পর জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় সুযোগ হয় মধুপর্নার। এরপর রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত হয় মিস ইন্ডিয়া প্রতিযোগিতা। যেখানে অনূর্ধ্ব ১০ বিভাগে অংশ নেয় মালদহের মধুপর্না সিদ্ধান্ত।
advertisement
4/7
মালদহ শহরের ঘোড়া পীর ঘোষপাড়া এলাকার বাসিন্দা মধুপর্না সিদ্ধান্ত। মালদহের একটি বেসরকারি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী সে। বাবা মনোজ কুমার সিদ্ধান্ত ও মা পায়েল সিদ্ধান্ত দুজনেই কাপড় ব্যবসায়ী।
মালদহ শহরের ঘোড়া পীর ঘোষপাড়া এলাকার বাসিন্দা মধুপর্না সিদ্ধান্ত। মালদহের একটি বেসরকারি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী সে। বাবা মনোজ কুমার সিদ্ধান্ত ও মা পায়েল সিদ্ধান্ত দুজনেই কাপড় ব্যবসায়ী।
advertisement
5/7
ইন্ট্রোডাকশন, কালচার, ট্যালেন্ট, ওয়াক ইত্যাদি পর্যায়ে সৌন্দর্য বিবেচনার পর মিস ইন্ডিয়া হিসেবে নির্বাচিত হন অংশগ্রহণকারী প্রতিযোগীরা। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হিসেবে মিস ইন্ডিয়া পুরস্কার তুলে দেওয়া হয়। যেখানে বাংলার ঐতিহ্যবাহী ছিন্নমস্তা কালী মুখোশ সেজে র‍্যাম্পে হেঁটে দ্বিতীয় হয় মালদহের মধুপর্না সিদ্ধান্ত।
ইন্ট্রোডাকশন, কালচার, ট্যালেন্ট, ওয়াক ইত্যাদি পর্যায়ে সৌন্দর্য বিবেচনার পর মিস ইন্ডিয়া হিসেবে নির্বাচিত হন অংশগ্রহণকারী প্রতিযোগীরা। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হিসেবে মিস ইন্ডিয়া পুরস্কার তুলে দেওয়া হয়। যেখানে বাংলার ঐতিহ্যবাহী ছিন্নমস্তা কালী মুখোশ সেজে র‍্যাম্পে হেঁটে দ্বিতীয় হয় মালদহের মধুপর্না সিদ্ধান্ত।
advertisement
6/7
মিস ইন্ডিয়া খেতাব জয়ী মধুপর্না সিদ্ধান্ত জানান,
মিস ইন্ডিয়া খেতাব জয়ী মধুপর্না সিদ্ধান্ত জানান, "সাজসজ্জা করতে খুব ভাল লাগে। কলকাতায় অডিশনের পর জুনিয়র মিস ইন্ডিয়ায় সুযোগ হয়েছিল। সেখানে নিজের রাজ্য জন্য প্রতিনিধিত্ব করে জুনিয়র মিস ইন্ডিয়া ফার্স্ট রানার আপ হয়েছি খুব ভাল লাগছে।"
advertisement
7/7
মধুপর্নার মা পায়েল সিদ্ধান্ত জানান,
মধুপর্নার মা পায়েল সিদ্ধান্ত জানান, "ছোটবেলা থেকেই মেয়ে সাজসজ্জা এবং মডেলিং করা পছন্দ করে। বাংলার হয়ে সে বাংলার সংস্কৃতিকে তুলে ধরে জাতীয় সুন্দরীদের মঞ্চে দ্বিতীয় হয়েছে। মেয়ের এমন সাফল্য দেখে খুব ভাল লাগছে।" (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement
advertisement