Ekta Kapoor: পাহাড়ের টানে নতুন বছরের শুরুতেই দার্জিলিংয়ে একতা কাপুর, উর্বশী ঢোলাকিয়া! চুটিয়ে করলেন উপভোগ, ঘুরে দেখলেন উত্তরবঙ্গের এইসব জায়গা
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Ekta Kapoor: নতুন বছরের শুরুতেই পাহাড়ের কোলে ছুটি কাটিয়ে ২০২৬-কে স্বাগত জানালেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী উর্বশী ঢোলাকিয়া। ‘কোমোলিকা’ খ্যাত এই অভিনেত্রী প্রযোজক একতা কাপুর ও অভিনেত্রী চারু মেহরার সঙ্গে দার্জিলিং সফরে যান, যেখানে প্রকৃতির মাঝেই কাটান বছরের প্রথম কয়েকটি দিন।
নতুন বছরের শুরুতেই পাহাড়ের কোলে ছুটি কাটিয়ে ২০২৬-কে স্বাগত জানালেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী উর্বশী ঢোলাকিয়া। ‘কোমোলিকা’ খ্যাত এই অভিনেত্রী প্রযোজক একতা কাপুর ও অভিনেত্রী চারু মেহরার সঙ্গে দার্জিলিং সফরে যান, যেখানে প্রকৃতির মাঝেই কাটান বছরের প্রথম কয়েকটি দিন। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
advertisement
advertisement
advertisement









