Scam | Cash Refunded: চাকরি দেওয়ার নামে তোলা লক্ষ লক্ষ টাকা ফেরাচ্ছেন ইনি, কীভাবে ফেরত? ঘটনা শুনে সকলের চোখ কপালে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
Scam | Cash Refunded: নিয়োগ দুর্নীতিতে নজির! টাকা দিয়েও পাননি চাকরি, জমি বিক্রি করে ফেরত দেওয়া হল টাকা।
হুগলি: নিয়োগ দুর্নীতির প্রতারণা চক্রের ফাঁদে পড়ে শিক্ষিত বেকার যুবক-যুবতীরা লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ। কিন্তু এবার চাকরি দিতে না পেরে প্রতারিত ওই যুবক-যুবতীদের টাকা ফিরিয়ে দেওয়ার ঘটনা ঘটল আরামবাগে। এর ফলে চাকরি না পেলেও টাকা ফেরত পেয়ে মুখে হাসি ফুটেছে প্রতারিত ওই যুবক-যুবতীদের। ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বৃন্দাবনপুরে।
উল্লেখ্য, ওই এলাকার বাসিন্দা অভিজিৎ হাজরা বহু যুবক-যুবতীকে আরামবাগ মেডিক্যাল কলেজে চাকরির প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা তুলেছিলেন। সেই নিয়ে গত ১০ এপ্রিল তাঁর বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখান ওই সমস্ত প্রতারিত চাকরিপ্রার্থীরা। তখনই অভিজিৎ হাজরার পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যত তাড়াতাড়ি সম্ভব ওই টাকা ফিরিয়ে দেবেন। কারণ তিনিও প্রতারণার শিকার হয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোকা কি বাংলায় আছড়ে পড়তে পারে? ঝড়ের গতিপথ কোনদিকে? রাজ্যে ঝড়-বৃষ্টির বড় খবর!
অভিজিৎ সম্পর্কে আরামবাগ পৌরপ্রধান সমীর ভান্ডারীর ভাগনা হন। অভিজিৎ ও তাঁর বাবা জানান, ‘এই ঘটনার সঙ্গে পৌরপ্রধান সমীর ভান্ডারীর কোনও সম্পর্ক নেই। এক ব্যক্তির ফাঁদে পা দিয়ে অভিজিতও প্রতারিত হয়েছেন। সেই ব্যক্তি ১২-১৩ লাখ টাকা নিয়ে পালিয়েছে। অভিজিৎ ও তাঁর বাবা নিজেদের জমি বিক্রি করে ওই টাকা ফেরত দিয়ে দিচ্ছেন চাকরিপ্রার্থীদের।’
advertisement
শুভজিৎ ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 04, 2023 11:46 AM IST