সূত্রের খবর দক্ষিণ ২৪ পরগনার সাগরের চকফুলডুবিতে বৃহস্পতিবার একটি পুকুরে স্নান করতে যায় বছর দুয়েকের এক শিশু সুনিতা গায়েন। পিছনেই আসছিল তার মা প্রতিমা গায়েন(২৭)। তবে সুনিতা মায়ের আগেই জলে নেমে পড়ে। ঘাটের উপর থেকে সেই ঘটনা লক্ষ্য করছিল প্রতিমা।
কিন্তু অসাবধানতাবশত সুনিতার পা ঘাট থেকে পিছলে যায়। এরপর পুকুরের মধ্যে তলিয়ে যেতে থাকে ছোট্ট সুনীতা। এই দৃশ্য দেখার পর সুনিতার মা ঘাটের উপর থেকে চিৎকার করতে থাকেন। এরপর মেয়েকে বাঁচাতে জলে ঝাঁপ দেন তিনি। যদিও সাঁতার জানতেন তিনি। এই ঘটনায় তিনিও জলে ডুবে যান।
advertisement
আরও পড়ুন: রায়নায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু মা মেয়ের, কী ভাবে ঘটল এমন ঘটনা?
এই ঘটনার পর প্রতিবেশীরা দ্রুত ছুটে আসে ঘটনাস্থলে। এরপর মা ও মেয়েকে উদ্ধার করে সাগর গ্রামীণ হসপিটালে নিয়ে যায় তারা। সেখানেই চিকিৎসকরা মা ও মেয়েকে মৃত বলে ঘোষণা করে।এই ঘটনার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে কাকদ্বীপ মহাকুমা হসপিটালে ময়নাতদন্তের জন্য পাঠায়। মর্মান্তিক এই ঘটনায় সাগরের চকফুলডুবিতে নেমেছে শোকের ছায়া। স্থানীয় বাসিন্দারা এই মৃত্যকে মেনে নিতে পারছেন না।
আরও পড়ুন: মাত্র ২২৫ টাকাতেই দীঘায় থাকার দারুণ সরকারি ব্যবস্থা! বুকিং অনলাইনে! জানুন বিশদে...
এই ঘটনা নিয়ে চকফুলডুবির এক বাসিন্দা বিপ্লব মন্ডল বলেন ঘটনার সময় তিনি পাশের বাড়িতে কাজ করছিলেন। চিৎকার শুনে ঘটনাস্থলে আসেন তিনি। এরপর মা ও মেয়েকে জল থেকে তোলা হয়। কিন্তু তাদের দুজনকে কাউকে বাঁচানো না যাওয়ায় আফশোষ করছেন তিনি। এভাবে চোখের সামনে দুজনের মৃত্যুর ঘটনায় তিনিও শোকস্তব্ধ।
নবাব মল্লিক






