রায়নায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু মা মেয়ের, কী ভাবে ঘটল এমন ঘটনা?
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
মর্মান্তিক পথ দুর্ঘটনায় বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল স্ত্রী ও শাশুড়ির। বাইক চালক জামাই জাকির মল্লিকের অবস্থাও আশঙ্কাজনক।
#রায়না: মর্মান্তিক পথ দুর্ঘটনা। তাতেই মৃত্যু দুই মহিলার।জামাইয়ের সঙ্গে মোটর সাইকেলে চেপে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল স্ত্রী ও শাশুড়ির। বাইক চালক জামাই জাকির মল্লিকের অবস্থাও আশঙ্কাজনক। আহত ব্যক্তিকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়না থানার বোকড়ার ঢাল এলাকায়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে জামালপুরের দিক থেকে বর্ধমানের দিকে আসছিল একটি বাস। অন্যদিকে রায়নার দিক থেকে জামালপুরের নসীপুরে বাড়ির উদ্দেশ্যে মোটর সাইকেলে স্ত্রী ও শাশুড়িকে চাপিয়ে যাচ্ছিলেন জাকির মল্লিক।
advertisement
advertisement
সেই সময় আচমকাই পাশের রাস্তা থেকে একটি চারচাকা মারুতি ভ্যান মূল রাস্তায় উঠে আসে। মোটর সাইকেলটি সামনে পড়ে যাওয়ায় তাকে ধাক্কা মারে মারুতি ভ্যান। খুব সামনে চলে আসায় কার্যত নিয়ন্ত্রণ রাখতে না পেরে বাসটি মোটর সাইকেল থেকে পড়ে যাওয়া দুই মহিলার ওপর দিয়ে চলে যায়। বাইক চালক ছিটকে পড়ে রাস্তার পাশে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই পঞ্চাশ ঊর্ধ্ব মহিলার। মৃতদের নাম রূপেয়া মল্লিক (৪২), সম্পর্কে আহত জাকির মল্লিকের স্ত্রী। এবং শাশুড়ি আয়েশা বিবি (৬০)। দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি জাকির মল্লিক কে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাস ও ভ্যানটিকে টিকে আটক করেছে।
advertisement
বাসিন্দারা বলছেন, জেলা জুড়েই বেহাল রাস্তার কারনে বারে বারে দুর্ঘটনা ঘটছে। বাসিন্দারাও ট্রাফিক আইন মেনে চলা বা পথ নিরাপত্তার ব্যাপারে এখনও সেভাবে সচেতন নন। তাই পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এদিনও তেমন ঘটনাই ঘটলো। মৃত দুই মহিলা বা চালক ওই ব্যক্তি কারও মাথাতেই হেলমেট ছিল না। থাকলে হয়তো এমন মর্মান্তিক ঘটনা এড়ানো সম্ভব হত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 26, 2022 12:46 AM IST