Digha: মাত্র ২২৫ টাকাতেই দীঘায় থাকার দারুণ সরকারি ব্যবস্থা! বুকিং অনলাইনে! জানুন বিশদে...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Digha: দীঘায় মাত্র ২২৫ টাকাতেই রয়েছে থাকার ব্যবস্থা অর্থাৎ হোটেল। বিশ্বাস না হলেও এই অবিশ্বাস্য ব্যবস্থা করে রেখেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অনুমোদিত নিউ দিঘা যুব আবাস।
advertisement
advertisement
advertisement
advertisement
কিন্তু অনেকেরই জানা নেই এই চড়া দামের মধ্যেও দীঘায় মাত্র ২২৫ টাকাতেই রয়েছে থাকার ব্যবস্থা অর্থাৎ হোটেল। বিশ্বাস না হলেও এই অবিশ্বাস্য ব্যবস্থা করে রেখেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অনুমোদিত নিউ দিঘা যুব আবাস। এখানে মাথাপিছু প্রতিদিন খরচ ২২৫ টাকা। এছাড়াও AC ডবল বেড রুমের ভাড়া ৭৫০ টাকা এবং ট্রিপল বেড রুমের খরচ প্রতিদিন ১১২৫ টাকা।
advertisement
সুতরাং পকেটে তেমন রেস্ত না থাকলেও আশ মেটাতে এবারে ঘুরে আসাই যায় দিঘায় একেবারে যৎসামান্য খরচেই। পুজো হোক অথবা শীতের ছুটি, অনেকেই খরচের দিকে তাকিয়ে পিছিয়ে যান দিঘার মতো সৈকতনগরীতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা থেকে। তাঁদের জন্য পরামর্শ , আপনারা নিশ্চিন্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অনুমোদিত নিউ দীঘা যুব আবাস বুকিং করে যেতেই পারেন। এই যুব আবাস বুকিং করা যায় অনলাইনে।
advertisement
advertisement