তবে এই বৃষ্টিতে সেটা নিম্নচাপ হোক অথবা বর্ষা হোক। মানুষ একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলল। তবে মানুষের এই তীব্র দাবদাহ থেকে যতটা স্বস্তি পেল। আবার ঠিক ততটাই কৃষকরা উপকৃত হল। যার কারণ মূলত কৃষকরা বিভিন্ন সবজির ক্ষেত্রে প্রথম পর্যায়ে বৃষ্টি এবং জলের অভাবে খুব একটা বেশি ফলন হয়নি। আর যার কারণে আর্থিক ক্ষতি হয়েছে কৃষকদের সবজি থেকে শুরু করে বিভিন্ন ফলের ক্ষেত্রে।
advertisement
আরও পড়ুন: বদ অভ্যাসেই ভাগ্য বদল! লটারিতে এক কোটি পেয়েই নিখোঁজ ব্যক্তি! কী ঘটল? জানুন
আবারও নতুন করে বৃষ্টি হওয়াতে সবজি চাষের পক্ষে বিভিন্ন ফুল ও মুকুল আসার সম্ভাবনা অনেকটাই বেশি আর যার কারণে এই বৃষ্টি হওয়ার জন্য কৃষকরা যে ক্ষতি হয়েছিল চাষের ক্ষেত্রে এই বৃষ্টি হওয়ার কারণে একটু হলেও লাভের মুখ দেখবে তারা।পাশাপাশি ধান চাষের ক্ষেত্রে চাষের জমি তে একটুও জল ছিল না। তাই ধানের বীজ রোপন করার পর ধান গাছের বড় হতে একটু হলেও সমস্যা হচ্ছিল। বৃষ্টি হওয়ার কারণে ধান চাষের জন্য এক ধাপ এগিয়ে থাকলকৃষকরা।
সুমন সাহা