Lottery News: বদ অভ্যাসেই ভাগ্য বদল! লটারিতে এক কোটি পেয়েই নিখোঁজ ব্যক্তি! কী ঘটল? জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
Lottery News: ঘুম থেকে উঠেই দেখলেন এক কোটি টাকা! তারপর যা ঘটল জানলে চমকে যাবেন!
বাঁকুড়া: লটারি কাটার বিরাট বদ অভ্যাস ছিল, সেই বদ অভ্যাসই রাতারাতি ভাগ্য বদল করে দিল এক ব্যক্তির। প্রথম প্রাইজ এক কোটি টাকা জিতে নিল গঙ্গাজলঘাটির রাজারামপুর গ্রামের নিতাই দাস নামে এক ব্যক্তি। লটারি জিতে বাজিমাত। দীর্ঘদিন ধরেই তিনি ধারাবাহিকতার সঙ্গে কেটে আসছেন লটারি, সেই লটারি করে দিল ভাগ্য বদল। খুশির হাওয়া নিতাই বাবুর পরিবারে।
গ্রামবাসীদের মত, তিনি নাকি নিয়মিত অভ্যাস মত লটারি কিনতেন,গঙ্গাজলঘাঁটির বিমান এজেন্সি নামে একটি লটারির দোকান থেকে প্রথম প্রাইজ পান নিতাই বাবু। বিমান এজেন্সি লটারির দোকানের মালিক অশোক সিংহ জানান, তার এই লটারি দোকানটি এলাকার প্রাচীন এবং বহু পরিচিত দোকান।
advertisement
advertisement
যদিও লটারি জেতার পর হদিস পাওয়া যাচ্ছে না নিতাই দাসের। লটারিতে ১ কোটি টাকা জেতার আনন্দে তিনি কোথায় গেলেন থেকে যাচ্ছে প্রশ্ন! মাঝে মধ্যেই লটারির জেতার খবর দেখা যায়, এবং শোনা যায় ভাগ্য বদলের গল্প। এই সেইরকমই একটি গল্প। লটারির নেশাই নিতাই বাবুর জীবনের মোড় ঘুরিয়ে দিল। লটারি জেতার ঘটনা জানতে পারার পর এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। ধুম পড়েছে লটারি কেনার। ভিড় জমেছে লটারি দোকানের সামনে।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 06, 2023 7:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lottery News: বদ অভ্যাসেই ভাগ্য বদল! লটারিতে এক কোটি পেয়েই নিখোঁজ ব্যক্তি! কী ঘটল? জানুন