Snake-Fish: সাপ নাকি মাছ? ছিপে উঠল বিরাট সাপের মতো দেখতে মাছ! দারুণ ভাল স্বাস্থ্যের জন্য

Last Updated:

Snake-Fish: কালো-সবুজ এবং বেগুনি আভা এবং গাঢ় দাগযুক্ত এই সাপের মতো দেখতে মাছকে নিয়ে অবাক কাণ্ড ঘটল

বান মাছ
বান মাছ
কোচবিহার: আচমকাই সাপের মতন দেখতে এক অদ্ভুত দর্শন মাছ উঠল এক ব্যক্তির বঁড়শিতে! সেই মাছ দেখতে ভিড় করছেন বহু উৎসুক মানুষ। কোচবিহারের রানি বাগান ফেরি ঘাট সংলগ্ন এলাকায় তোর্সা নদী থেকে উঠেছে এই মাছ। এদিন দুপুরের দিকে মাছ ধরতে গিয়েছিলেন রাজু সরকার নামে ওই এলাকার এক ব্যক্তি। হঠাৎ করেই তিনি বুঝতে পারেন একটি প্রকাণ্ড মাপের মাছ তাঁর বড়শিতে উঠেছে। দীর্ঘ প্রায় ঘণ্টা খানেকের প্রচেষ্টার পর তিনি মাছটি তুলতে সক্ষম হন। তবে মাছটি তুলতেই ঘটে আসল ঘটনা। প্রথমে মাছটিকে কেউ চিনতেই পারছিলেন না। বেশ কিছুক্ষন বাদে তাঁরা জানতে পারেন এই মাছটির নাম বেঙ্গল ইল মাছ বা বান মাছ।
রাজু সরকার জানান,  “কম বেশি প্রায় প্রতিদিন একপ্রকার নেশার বশেই মাছ ধরতে ভালবাসেন তিনি। ছোট থেকে বড় প্রায় সকল ধরনের মাছ তিনি ধরেছেন তাঁর বড়শি দিয়ে। তবে এদিনের এই মাছটি ধরার অনুভূতি একেবারেই আলাদা ছিল তাঁর কাছে। মাছটিকে বঁড়শিতে তোলার পর যখন জল থেকে তুলে আনেন। তখন তিনি রীতিমত চমকে গিয়েছিলেন। প্রথমে মাছটিকে চিনতেই পারেননি তিনি। তারপর এলাকার কিছু মানুষ তাঁকে জানান এই মাছটির নাম বান মাছ। স্থানীয় মানুষেরা এই মাছটিকে বামা মাছ বলেই জানে। তবে প্রায় ৩ কেজি ওজনের এই প্রকাণ্ড মাপের মাছটি দেখতে অনেকটাই বিরাট বড় মাপের সাপের মতন। তাই প্রথম অবস্থায় এই মাছটিকে দেখে যে কেউ ভয় পেয়ে যাবেন নিশ্চিত।”
advertisement
advertisement
এই মাছটি দেখতে পুরো ইল মাছের মতো হয়। তাই এর নাম বেঙ্গল ইল। রং হয় কালো-সবুজ এবং বেগুনি আভা এবং গাঢ় দাগযুক্ত। এটি ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং নিউ গিনির মতো দক্ষিণ এশিয়ার দেশগুলিতে পাওয়া যায়। তবে স্থানীয় মানুষেরা এই মাছকে শরীরের জন্য বেশ উপকারী হিসেবে মনে করেন। তাই বর্তমান সময়ে এই মাছ খুব একটা চোখে পড়ে না।
advertisement
Sarthak Pandit
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Snake-Fish: সাপ নাকি মাছ? ছিপে উঠল বিরাট সাপের মতো দেখতে মাছ! দারুণ ভাল স্বাস্থ্যের জন্য
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement