Janmashtami 2023: জন্মাষ্টমীতে তুলসি পাতা ব্যবহার করুন এই নিয়মে! শ্রীকৃষ্ণের দয়ায় ফিরবে ভাগ্য!
- Reported by:NAYAN GHOSH
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Janmashtami 2023: তুলসি পাতা কী এই দিন ছিড়তে হয়? জানুন তুলসির এই নিয়ম! খুশি হবেন গোপাল ঠাকুর! বদলাবে ভাগ্য
জ্যোতিষ শাস্ত্র মতে এবছর অত্যন্ত পূণ্য সময় পড়েছে জন্মাষ্টমী। এবছর ছয় এবং সাত সেপ্টেম্বর পালিত হবে জন্মাষ্টমী ব্রত। শ্রীকৃষ্ণের জন্মতিথিতে পালন করুন কয়েকটি তুলসির উপায়। যা জীবনে সুখ সমৃদ্ধি আনবে।(Reported by – Nayan Ghosh)
ভগবান শ্রীকৃষ্ণকে বিষ্ণুর অবতার মনে করা হয়। বিষ্ণুর অত্যন্ত প্রিয় তুলসি। জন্মাষ্টমী তিথিতে তুলসির বিশেষ গুরুত্ব রয়েছে।(Reported by – Nayan Ghosh)
প্রথমেই বলে রাখি, এদিন ভুল করেও তুলসি পাতা তুলবেন না। শ্রীকৃষ্ণের জন্মতিথিতে তুলসি পাতা তুললে, কৃষ্ণ পুজোর ফল বিফলে যেতে পারে।(Reported by – Nayan Ghosh)advertisement
advertisement
বলা হয় শ্রীকৃষ্ণের ময়ূরের পালক খুব প্রিয়। তবে শুধু ময়ূরের পালকই নয়, শ্রীকৃষ্ণকে তুলসি গাছ নিবেদন অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। তাই জন্মাষ্টমীতে ছোট্ট একটি টবে তুলসি গাছ লাগিয়ে তা শ্রীকৃষ্ণের সামনে রাখতে পারেন।(Reported by – Nayan Ghosh)advertisement
জন্মাষ্টমীতে কৃষ্ণ পুজোর পাশাপাশি অবশ্যই তুলসিকে জল অর্পণ করবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে তুলসিকে জল দিন!(Reported by – Nayan Ghosh)
শ্রীকৃষ্ণের ভোগে তুলসি পাতা দিতে ভুলবেন না। বলা হয়, তুলসি পাতা না দিলে গোপালের ভোগ সম্পূর্ণ হয় না। তাই অবশ্যই পুজোর ভোগে তুলসি পাতা নিবেদন করবেন। তবে তা তুলে রাখতে হবে আগের দিন।(Reported by – Nayan Ghosh)advertisement
এদিন, তুলসিকে জল নিবেদনের সময় ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে পারেন। যেমন, গোপাল গোবিন্দ, দেবকীনন্দন, দামোদর ইত্যাদি। (তথ্য দিয়েছেন নিমাইচন্দ্র দাস, কৃষ্ণ সেবাইত, দুর্গাপুর) (Reported by – Nayan Ghosh)স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 06, 2023 12:02 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Janmashtami 2023: জন্মাষ্টমীতে তুলসি পাতা ব্যবহার করুন এই নিয়মে! শ্রীকৃষ্ণের দয়ায় ফিরবে ভাগ্য!






