আর তাতেই কাকা ধারালো একটি অস্ত্র দিয়ে ভাইপোর গলায় কোপ বসায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে ভাইপো। স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়।কিন্তু পরিবারের দাবি বাড়িতে নিয়ে আসার পর তার আবারো অবস্থার অবনতি ঘটে। সেজন্য পুনরায় স্থানীয় খড়িবেরিয়ার ব্যাঞ্জনহেড়িয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা স্বদেশ দাসকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুন: আসানসোল রেল স্টেশনে পা রাখলেই মনে হবে বিদেশ! ৪৯৬ কোটি টাকায় বদলে যাচ্ছে খোলনলচে! বিরাট চমক
আরও পড়ুন:
ঘটনার পর মহাদেব পালিয়ে গেলেও মৃতের স্ত্রী মনিকা দাসের লিখিত অভিযোগের ভিত্তিতে পূজালী থানার তদন্তকারী আধিকারিকেরা পূজালী থেকেই মহাদেব দাসকে গ্রেফতার করে। আলিপুর আদালতে কাছে পুলিশ হেফাজতের আবেদন জানাবে পুলিশ। এই ঘটনায় পূজালী পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে নেমেছে শোকের ছায়া।
নবাব মল্লিক