TRENDING:

South 24 Parganas News: বাসন্তী হাইওয়েতে বাইক রেষারেষি, প্রাণ গেল ৩ যুবকের!

Last Updated:

বাইক রেষারেষি করতে গিয়েই দুর্ঘটনায় মৃত্যু ৩ যুবকের। ঘটনায় গুরুতর আহত আরও এক যুবক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাসন্তী: দুরন্ত গতির বাইকের বলি। বাসন্তী হাইওয়েতে বাইক নিয়ে রেষারেষি করতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন যুবকের। ঘটনায় গুরুতর আহত আরও এক যুবক। দুর্ঘটনাটি ঘটেছে বাসন্তী হাইওয়ের বামনঘাটা বকডোবা এলাকায়। ঘটনাস্থলে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। মৃত যুবকদের বাড়ি বামন ঘাটাতে বলে জানাচ্ছে পুলিশ।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

সূত্রের খবর, বামনঘাটা থেকে হেলমেট ছাড়াই দুটি বাইকে চার যুবক রেষারেষি করে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল। সেই সময়ই একটি লরির পিছনে সজোড়ে ধাক্কা মারে বাইক দুটি। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে খবর। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে চিত্তরঞ্জন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। মৃত্যু হয়েছে রাহুল নস্কর, জয় গায়েন, শুভজিৎ লাহা নামে তিন যুবকের।

advertisement

আরও পড়ুন: বাথরুমে বসে শ্রদ্ধাকে টুকরো করার ফাঁকে বিয়ার-সিগারেট খায় আফতাব, অর্ডার দেয় মুখরোচক খাবার!

আরও পড়ুন: শ্রদ্ধাকে খুনের কোনও অনুশোচনা নেই, পলিগ্রাফ পরীক্ষায় স্বীকার আফতাবের!

View More

হাসাপাতালে ভর্তি রাকেশ দাস। ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা প্রীতম নস্কর বলেন, “আমরা ধাবাতে চা খেতে এসে দেখি অনেক লোক চেঁচামেচি করছে। তাঁদের মুখ থেকেই গোটা ঘটনার কথা শুনি। অকুস্থলে গিয়ে দেখি চার যুবকের মধ্যে তিনজনেই মারা গিয়েছে। আর একজন গুরুতরভাবে জখম হয়েছে। সবাই আমাদের এখানেরই ছেলে। বাইকগুলি প্রচণ্ড দ্রুত গতিতে আসছিল। ওরা রেসিং করছিল বলে জানতে পেরেছি। তখনই একটা বাঁকের মুখে লরিকে ধাক্কা মারে।” ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি ফুটবল টুর্নামেন্টে বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই..!
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বাসন্তী হাইওয়েতে বাইক রেষারেষি, প্রাণ গেল ৩ যুবকের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল