বাথরুমে বসে শ্রদ্ধাকে টুকরো করার ফাঁকে বিয়ার-সিগারেট খায় আফতাব, অর্ডার দেয় মুখরোচক খাবার!

Last Updated:

অফিসারদের দাবি, আফতাব দাগী আসামী। যেভাবে নিজের লিভ-ইন পার্টনারকে ঠান্ডা মাথায় খুন করে তার দেহ টুকরো করেছে তা দাগী আসামীর মতোই।

আফতাব-শ্রদ্ধা
আফতাব-শ্রদ্ধা
#নয়াদিল্লি: রাজধানী দিল্লিতে হাড়হিম করা খুন। লিভ-ইন পার্টনার শ্রদ্ধা ওয়ালকরের দেহ ৩৫ টুকরো করে ফ্রিজে রেখে সেটি জঙ্গলে ফেলে আসত অভিযুক্ত আফতাব পুনাওয়ালা। দিল্লি পুলিশ ঘটনার তদন্তে নেমে নানা দিক থেকে ঘটনার বিবরণ জানতে পারছে। জেরায় অভিযুক্ত দোষ স্বীকার করে যা যা জানাচ্ছে, তাতে হতবাক দুঁদে অফিসারেরাও। পুলিশ সূত্রে খবর, মোট ১৩টি হাড়ের টুকরো এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে।
দিল্লি পুলিশ আফতাবকে জেরা করতে গিয়ে মাঝে মাঝে হতবাক হয়ে পড়ছে। অফিসারদের দাবি, আফতাব দাগী আসামী। যেভাবে নিজের লিভ-ইন পার্টনারকে ঠান্ডা মাথায় খুন করে তার দেহ টুকরো করেছে তা দাগী আসামীর মতোই। এবং জেরার সময় সেই অপরাধের কথাও সে যেভাবে বর্ণনা করছে তা খুবই অস্বাভাবিক। ফরেন্সিকে আফতাবের ডিএনএ পরীক্ষা করা হবে বলে দাবি পুিলশের।
advertisement
আরও পড়ুন: এখনও উদ্ধার ১৩টি হাড়, মেলেনি খুলি! বাথরুমে বসে শ্রদ্ধাকে টুকরো করে মদ্যপ আফতাব
পুলিশ সূত্রে খবর, প্রেমিকা শ্রদ্ধার দেহের ৩৫ টুকরো করতে মোট ১০ ঘণ্টা সময় লেগেছিল আফতাবের। এর মধ্যে মাঝে মাঝেই সে বিরতি নেয়, কখনও বিয়ার, কখনও সিগারেট খায়। এমনকী অনলাইনে খাবার অর্ডার করেও খায় সে। ২৬ বছরের শ্রদ্ধাকে খুন ও টুকরো করার পর নিজের অপরাধ লুকোতে ফোন ওএলএক্সে বিক্রিও করে আফতাব। কোনও ভাবেই যাতে তার নাগাল না পায় পরিবার বা পুলিশ তার পরিকল্পনা করেছিল সে।
advertisement
advertisement
আরও পড়ুন: ঝগড়া লেগেছিল সংসার খরচ নিয়ে, রাগেই শ্রদ্ধাকে টুকরো টুকরো করে আফতাব: পুলিশ
খুনের পর শ্রদ্ধার অ্যাকাউন্ট থেকে ৫৪ হাজার টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে আফতাব। তাদের ফ্ল্যাটের মালিক জানিয়েছেন, ৩০০ টাকা জলের ভাড়া বাকি থাকাই প্রমাণ করেছে, ঘরে লাশ কেটে সেই রক্ত ধোওয়ার জন্য অতিরিক্ত জল ব্যবহার করেছিল আফতাব। পুলিশের দাবি, নিজের অপরাধের কথা স্বীকারের সময় আফতাবের চোখেমুখে কোনও অনুতাপ দেখা যাচ্ছে না।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বাথরুমে বসে শ্রদ্ধাকে টুকরো করার ফাঁকে বিয়ার-সিগারেট খায় আফতাব, অর্ডার দেয় মুখরোচক খাবার!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement