পুলিশ সন্দেহজনক ভাবে ঘোরাফারা করতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করায় তার কথাতে অসংগতি ধরা পরে। এরপর সাব্বিরকে তল্লাসি করায় তার কাছে থেকে উদ্ধার হয় একটি সেভেন এমএম পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজ। সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হয়।সাব্বিরকে নিয়ে আসা হয় বারুইপুর থানায়। পুলিশ সূত্রে খবর বিহারের বিভিন্ন আগ্নেয়াস্ত্রের কার্তুজ সংগ্রহ করেছে তারা। এর সঙ্গে আর কারা কারা জড়িত তাও খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ বিলিতি পাখির প্রদর্শনী বারুইপুরে
আরও পড়ুনঃ রায়দীঘিতে কালীমন্দিরে ৭ লক্ষ টাকার গয়না চুরির কিনারা, গ্রেফতার ৩
ধৃতের বিরুদ্ধে ২৫/২৭ অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। মঙ্গলবার, বারুইপুর থানায় সাংবাদিক বৈঠক করে জানালেন এসডিপিও বারুইপুর অতীশ বিশ্বাস।
অর্পন মন্ডল