South 24 Parganas News: টাকা নিতে মাঝে মধ্যেই বাপেরবাড়ি আসতেন বধূ, পরিণতি এমন হবে কেউ বুঝতেও পারেননি

Last Updated:

South 24 Parganas News: বিয়ের পর থেকেই নানা অজুহাতে টাকা আনতে বাপের বাড়ি আসতেন পুতুল।

 বিষ্ণুপুরে মৃত গৃহবধূ পুতুল সরদার
 বিষ্ণুপুরে মৃত গৃহবধূ পুতুল সরদার
বিষ্ণুপুর: স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার স্বামী। বিষ্ণুপুর থানার আমগেছিয়ার ঘটনায় চাঞ্চল্য। মৃতার দাদা মিঠু প্রমানিকের অভিযোগ, প্রেম করে বাড়ির থেকে পালিয়ে বিয়ে করে বোন পুতুল সর্দার। পরে পরিবারের লোকজন জানতে পারেন আমগাছিয়ার মিলন সর্দারে সঙ্গে বিয়ে করেছেন তাঁর বোন।
বিয়ের পর থেকেই নানা অজুহাতে টাকা আনতে বাপের বাড়ি আসতেন পুতুল। সামর্থ্য মত টাকা দিতেন বাপের বাড়ির লোকজন। না আনতে পারলে তাঁকে চাপ দেওয়া হত নানান ভাবে। এমনটাই অভিযোগ। মিলন সর্দার পেশায় দিন মজুর। মাঝে মধ্যেই কাজে না থাকলেই বাপের বাড়ি থেকে টাকা আনতে বলতেন মিলন।
কয়েক দিন আগেও বাপের বাড়ি থেকে টাকা চেয়ে ফোন করেছিলেন পুতুল। টাকা না থাকায় খালি হাতে ফিরে যায় পুতুল। ফেরার পথেকেই আশান্তি শুরু হয় মিলনে সঙ্গে। পরে প্রতিবেশীর ফোনে শ্বশুরবাড়ির পক্ষ থেকে জানানো হয়, পুতুল আত্মঘাতী হয়েছেন। বিষ্ণুপুর থানায় এসে দেখেন ভ্যানে রয়েছে পুতুলের নিথর দেহ। পরিবারের লোকজন জানানো হয় গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন পুতুল।
advertisement
advertisement
মিঠুর অভিযোগ, তাঁর বোনকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। স্বামী ও শ্বশুরবাড়ির বাকি সদ্যস্যদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার ভাই। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় স্বামী মিলন সর্দার ও শাশুড়ি পূর্নিমা সর্দারকে। ধৃত দু জনকেই এদিন আলিপুর আদালতে পেশ করে বিষ্ণুপুর থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
advertisement
অর্পন মন্ডল
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: টাকা নিতে মাঝে মধ্যেই বাপেরবাড়ি আসতেন বধূ, পরিণতি এমন হবে কেউ বুঝতেও পারেননি
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement